Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেন্নাইয়ের মাঠে সাকিবদের অনুপ্রেরণা হতে পারেন রফিক?

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৩ ১৬:০৬

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ অক্টোবরের ম্যাচের আগে অনেক কিছু থেকে অনুপ্রেরণা পেতে পারেন সাকিব আল হাসানের দল। তবে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস হতে পারেন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। চিদাম্বরাম স্টেডিয়ামের সঙ্গে রফিকের কি সম্পর্ক? প্রশ্নটা আপনি করতেই পারেন! উত্তর! এই স্টেডিয়ামে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার বাংলাদেশের এই কিংবদন্তি স্পিনার।

বিজ্ঞাপন

হিসাবটা একটু গোলমেলে লাগতে পারে। কারন এই মাঠে বাংলাদেশ খেলেছে একটি মাত্র ওয়ানডে। তাহলে রফিকের উইকেট এত বেশি হলো কীভাবে? আসলে বাংলাদেশের পাশাপাশি রফিক এই মাঠে নেমেছেন এশিয়া একাদশের হয়েও। মোট তিন ম্যাচে রফিকের উইকেট সংখ্যা ৮। যা এই মাঠে ওয়ানডে খেলা অন্য যেকোনো বোলারের চেয়ে বেশি।

চেন্নাইয়ে ২৫ বছর আগে একমাত্র ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। কেনিয়ার বিপক্ষে সেই ম্যাচে হেরে গেলেও রফিক পেয়েছিলেন ৪৫ রানে দুই উইকেট। ২০০৭ সালে এই মাঠে আয়োজন করা হয়েছে আফ্রো-এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে এশিয়া একাদশের অংশ ছিলেন বাংলাদেশের মাশরাফি ও রফিক। দুই ম্যাচে রফিক পেয়েছেন ৬ উইকেট। প্রথম ম্যাচে পেয়েছেন ৬২ রানে ২ উইকেট, পরের ম্যাচে ৬৫ রানে ৪ উইকেট। সব মিলিয়ে ওয়ানডেতে এই মাঠে রফিকের উইকেট সংখ্যা হয়েছে ৮টি।

রফিকের পেছনে আছেন ভারতের অজিত আগারকার, তিনি পেয়েছেন ৭ উইকেট। সমান সংখ্যক উইকেট আছে ভারতের হরভজন সিং ও কুলদিপ যাদবের। রবিচন্দ্রন অশ্বিনের আছে ৬ উইকেট। কিউইদের বিপক্ষে ম্যাচে চিদাম্বরাম স্টেডিয়ামের পিচ স্পিনারদের বাড়তি সুবিধা দিতে পারে। সাকিব-মিরাজ-মেহেদিরা তাই রফিকের এই রেকর্ড থেকে বাড়তি অনুপ্রেরণা নিতেই পারেন।

এমএ চিদাম্বারাম স্টেডিয়াম বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড মোহাম্মদ রফিক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর