Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিতের রেকর্ড ভাঙা গড়ার দিনে আফগানদের উড়িয়ে দিল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ২১:৫১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২২:৩৯

আগের ব্যাটিং করে ভারতের বিপক্ষে ২৭৩ রান তুলেছিল আফগানিস্তান। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এই রানটা পেরিয়ে যেতে ভারতের লাগল মাত্র ৩৫ ওভার, ভাবা যায়! আফগান বোলারদের এভাবে নাস্তানাবুদ করার পুরো কৃতিত্বই রোহিত শর্মার। ৬৩ বলে সেঞ্চুরি করা রোহিত যখন ৮৪ বলে ১৩১ রান করে ফিরছিলেন ভারত তখন জয় থেকে মাত্র ৬৮ রান দূরে ছিল। বিরাট কোহলি বাকি কাজটা সেরেছেন দুর্দান্তভাবেই।

৩৫ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে আফগানিস্তানের ২৭২ রানের সংগ্রহ পেরিয়ে গেছে ভারত। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল ভারত। আজ দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিল আফগানদেরও। প্রত্যাশা মতোই এগুচ্ছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটি।

বিজ্ঞাপন

অপর দিকে আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে। আজ ভারতের বিপক্ষেও বড় ব্যবধানে হারতে হলো রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের।

বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আফগানদের ২৭২ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমাণাত্মক ক্রিকেট খেলেছেন রোহিত শর্মা। ভারতের অপর ওপেনার ইশান কিষাণ শুরুতে কিছুটা রয়েসয়েই খেলেছেন। আর অপর দিকে আফগান বোলারদের স্রেফ কচুকাটা করেছেন রোহিত।

ভারতীয় অধিনায়ক যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল ব্যাটিং করাটা বুঝি দুনিয়ার সবচেয়ে সহজ কাজগুলোর একটি! একের পর এক ছক্কা-চার হাঁকাচ্ছিলেন শরীরি ভাষা দেখে সেটা বুঝাই যাচ্ছিল না। ১৮.৪ ওভারের ওপেনিং জুটিতে উঠে ১৫৬ রান। ইশান কিষান ৪৭ বলে ৪৭ রান করে ফিলে ভারতের ওপেনিং জুটি ভাঙে।

রোহিত চালিয়েই খেলেছেন যতক্ষণ ক্রিজে ছিলেন। রশিদ খানকে সুইপ খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন। এরপর বাকি কাজটা শ্রেয়াস আয়ারকে নিয়ে দারুণভাবেই সেরেছেন বিরাট কোহলি। ৫৬ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৫ রান করে অপরজিত ছিলেন কোহলি। শ্রেয়াস অপরজিত ছিলেন ২৩ বলে ২৫ রান করে।

বিজ্ঞাপন

এর আগে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুই হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছিল আফগানিস্তান। ৮৮ বলে ৮০ রান করেছেন শাহিদি। ৬৯ বল খেলে ৬২ রান করেছেন ওমরজাই। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরা ৩৯ রানে নিয়েছেন চার উইকেট।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর