Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে ২৭৩ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৩ ১৮:৩০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৮:৩২

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে সর্বোচ্চ ৪২৮ রান তুলেছিল তারা। এবার সেই মাঠেই স্বাগতিক ভারতের বিপক্ষে লড়তে নামে আফগানিস্তান। ভারতের বিপক্ষে আফগানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান তুলেছে।

বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের শুরুটা বাজে হয়েছে আফগানদের। অন্যদিকে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দুর্দান্ত শুরু ভারতের। কাগজে কলমে কিংবা মাঠের লড়াইয়ে আফগানদের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। টস জিতে তাই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি।

বিজ্ঞাপন

ব্যাট করতে নেমে শুরু ভালো করেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাজিম জাদরান। তবে দলীয় ৩২ রানে ইব্রাহিম ফেরেন ২২ রান করে। এরপর ৬৩ রানের মাথায় মাত্র ৩ বলের ব্যবধানে দুই থিতু ব্যাটার রহমত শাহ এবং গুরবাজকে হারায় আফগানরা।

চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি এবং আজমতুল্লাহ ওমরজাই মিলে ১২১ রানের জুটি গড়েন। আর এতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে আফগানরা। তবে ৩৫তম ওভারে ৬৯ বলে ৬২ রান করা ওমরজাইকে বোল্ড করে স্বস্তি ফেরান  হার্দিক পান্ডিয়া। এরপর বেশি সময় উইকেটে থাকেননি শাহিদিও। ৮৮ বলে ৮০ রান কুলদিপ যাদবের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন তিনিও। এতেউ ২২৫ রানে ৫ উইকেট হারায় আফগানরা। স্কোরবোর্ডে আর ৪ রান যোগ হতে ফেরেন নাজিবুল্লাহ জাদরান। দলীয় ২৩৫ রানে মোহাম্মদ নবী ২৭ বলে ১৯ রান করে ফিরলে বড় সংগ্রহের আশা নিভে আসে আফগানদের।

শেষ দিকে রশিদ খান ১২ বলে ১৬ রান করলে আফগানদের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান। ভারতের হয়ে চারটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। এছাড়া দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

বিজ্ঞাপন

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম আফগানিস্তান