Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিদি-হারিসদের কাঁপিয়ে ৩৪৪ রান তুলল শ্রীলংকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৮:৩৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৯:৩৬

বিশ্বকাপের আগে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে বেশ চর্চা হয়েছে। তবে শ্রীলংকার বিপক্ষে খুব একটা দাপট দেখাতে পারেননি পাকিস্তানের তারকা বোলাররা। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের বিপক্ষে আগে ব্যাটিং ৩৪৪ রানের বিশাল সংগ্রহ গড়েছে শ্রীলংকা।

শাহিন-রউফদের বিপক্ষে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেছেন। এই দুজনের বিপক্ষে খুব একটা কাজে আসেনি পাকিস্তানের আক্রমণাত্মক বোলিং। দুই সেঞ্চুরিতে প্রায় সাড়ে তিনশ স্কোর গড়েছে শ্রীলংকা। হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ পিচ ব্যাটিং সহায়ক আচরণই করেছে। তবুও ৩৪৪ রান যেকোনো পিচেই কঠিন সংগ্রহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার শুরুটা অবশ্য ভালো হয়নি। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ৫ রানের মাথায় ওপেনার কুশল মেন্ডিসকে হারায় শ্রীলংকা। হাসান আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুশল (৪)।

এরপর কুশল মেন্ডিস ক্রিজে নেমেই  পাল্টা আক্রমণের পথ বেছে নেন। দ্বিতীয় উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে ১০২ রান তোলেন কুশল। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজন বল খেলেছেন ৯৫টি। এরপরের জুটিটা ছিল আরও কার্যকর। তৃতীয় উইকেট জুটিতে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে মাত্র ৬৯ বলে ১১১ রান তোলেন কুশাল। শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, শাদাব খানদের ঘুরিয়ে ঘুরিয়ে বোলিং করেও এই দুজনকে থামাতে পারেননি পাকিস্তানি অধিনায়ক। এই দুজনের ব্যাটেই মূলত শ্রীলংকার বড় সংগ্রহ নিশ্চিত হয়েছে।

৭৭ বল খেলে ১৪টি চার ৬টি ছক্কায় ১২২ রান করে ফিরেছেন কুশল মেন্ডিস। ৮৯ বল খেলে ১১ চার ২ ছক্কায় ১০৮ রান করেছেন সামারাবিক্রমা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৫১ বলে ৭টি চার ১টি ছয়ে ৬১ রান করেছেন। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রানে থেমেছে শ্রীলংকা।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৭১ রান খরচায় চার উইকেট নিয়েছেন হাসান আলী। ১০ ওভারে ৬৪ রান খরচায় দুই উইকেট নিয়েছেন হারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি ৯ ওভারে ৬৬ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর