Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম-শান্তকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৫:৫৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৬:০০

৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো একটা শুরুর দরকার দিল বাংলাদেশের। তবে হলও তাঁর উল্টোটাই। দুই ওভারের মাঝেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। পরপর দুই বলে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়েছেন টপলি।

ক্রিস ওকসের প্রথম ওভারে পরপর তিন বলে তিন চার মেরে আক্রমণাত্মক শুরুর আভাস দিয়েছিলেন লিটন। পরের ওভারে সেটা আর ধরে রাখতে পারেননি তামিম। টপলি বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এক রান করা তামিম। ক্রিজে নেমে প্রথম বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন শান্তও।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

 

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর