৯ বলে ৩ উইকেট নিলেন শরিফুল
১০ অক্টোবর ২০২৩ ১৪:২৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৪:৩৪
দাভিদ মালানের ফেরার পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এসেই ঝড় তোলেন। তবে তাকে জ্বলে উঠতে দেননি টাইগার পেসার শরিফুল ইসলাম। ৪০তম ওভারে শুরু তার বোলিং দাপট। এরপর ৪২তম ওভারে এসে জোড়া আঘাত। মাত্র ৯ বলের ভেতর তুলে নিলেন তিন উইকেট।
দাভিদ মালান ১৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরার পরেই উইকেটে আসেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আর এসেই নিজের চিরচেনা ভঙ্গিতে ব্যাট চালাতে শুরু করেন। তবে তাকে জ্বলে উঠতে দেননি টাইগার পেসার শরিফুল ইসলাম। জ্বলে ওঠার আগেই বাটলারকে নিভিয়ে দিলেন এই পেসার।
৪০তম ওভারের প্রথম বল ডিপ এক্সট্রা কাভার দিয়ে চার হাঁকালেন বাটলার। পরের বলে এক রান নিয়ে দিলেন রুটকে। রুটও এক রান নিয়ে আবারও স্ট্রাইক দিলেন বাটলারকে। চতুর্থ বলটি বাটলারকে অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে দিয়েছিলেন শরিফুল। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বেশ বাইরের নাকল বল লেগে খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন বাটলার। ভাঙে ১৪ বল স্থায়ী ৩০ রানের জুটি। ১০ বলে একটি চার আর একটি ছয়ে ২০ করে ফিরলেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ড দলীয় ২৯৬ রানে হারাল তৃতীয় উইকেট।
এক ওভার বিরতিতে বল হাতে আবারও আসেন শরিফুল। আবারও করলেন নাকল বল আর তাতেই পরাস্ত জো রুট। স্টাম্প লাইন থেকে আড়াআড়ি তুলে মারতে গিয়ে খাড়া ওপরে তোলেন রুট। সময় পেয়ে কাজে লাগিয়েছেন মুশফিকুর রহিম, ভুল করেননি কোনো। রুট আউট ৮২ রানে। সর্বশেষ ১৫ বলে ছিল না বাউন্ডারি। সে চাপেই এল রুটের উইকেট।
পরের বলেই বোল্ড লিয়াম লিভিংস্টোনও বোল্ড করলেন শরিফুল। এবার সিমের ওপর আঙুল ঘুরিয়ে করেছিলেন। ডিফেন্ড করতে গিয়ে পুরো মিস করে গেছেন লিভিংস্টোন। গোল্ডেন ডাক তার। ইংল্যান্ডের লাগাম টেনে ধরার ইঙ্গিত বাংলাদেশের। ২৯৬ রানে ২ উইকেট থেকে ৩০৫ রানে ৫ উইকেট।
আর এরপরেই আঘাত হানলেন শেখ মাহেদি। ৪৪.৩ ওভারে হ্যারি ব্রুক লং অফে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ১৫ বলে ২০ করেন তিনি।
এই রিপোর্ট লেখা অবধি ইংল্যান্ডের সংগ্রহ ৪৪.৩ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান। কারান ৭ রানে ব্যাট করছেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস