Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে এক পরিবর্তন, সাকিবের আস্থা পেসারদের ওপর

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ১১:০৭

ফাইল ছবি

ধর্মশালায় গতকাল থেকেই ঝুম বৃষ্টি। আজ বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ চলার সময়ও হানা দিতে পারে বৃষ্টি। এমন অবস্থায় অনেকটা অনুমেয়ভাবেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টসে জেতার পর সাকিব বলছেন, এমন বৃষ্টিভেজা কন্ডিশনে বাংলাদেশী পেসাররা দারুণ শুরু এনে দিতে পারেন দলকে।

বোলিং ইউনিটে বাংলাদেশের পেসার আজ তিনজন। তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলের ওপর একটু বাড়তি আস্থা সাকিবের, ‘আগের ম্যাচের চেয়ে আজ একটু বেশি ঠাণ্ডা। আমাদের দলে একটি পরিবর্তন আছে। আশা করছি আমাদের পেসাররা দারুণ কিছু করবে।’

বিজ্ঞাপন

গত ম্যাচে অলরাউন্ড পারফর্মম্যান্সে আফগানদের হারিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আজকে ম্যাচের আগে সাকিব তাই মিরাজের প্রশংসায় পঞ্চমুখ, ‘মিরাজের ব্যাটিং অনেক উন্নতি করেছে। সে এখন দলের নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের অন্যতম। আজকের ম্যাচে জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

এদিকে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় এদিন দলে ঢুকেছেন তরুণ অলরাউন্ডার শেখ মাহেদি হাসান।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডাভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম ইংল্যান্ড মাহমুদউল্লাহ রিয়াদ শেখ মাহেদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর