Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ০৯:০৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১০:১৩

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ধর্মশালায়। যেখানে বৃষ্টির সম্ভবনা উকি দিচ্ছে গতকাল থেকেই। ভারীবর্ষনের সম্ভবনার কথা বলেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। সে হিসেবে ম্যাচ কার্টেল ওভারেও হতে পারে।

বৃষ্টির সম্ভবনা এমন ম্যাচে কেমন একাদশ নির্বাচন করবে বাংলাদেশ? চলুন আলোচনা করা যাক-

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আগে বোলিং করে আফগানদের মাত্র ১৫৬ রানেই আটকে রেখে পরে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেই ম্যাচে পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। পাঁচ বোলারই দুর্দান্ত বোলিং করেছেন। তবুও ম্যাচে ষষ্ঠ বোলিং অপশন মিস করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা অনেক বেশি। আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। এমন দলের বিপক্ষে ষষ্ঠ বোলার অপশন না রাখাটা ঝুঁকিরই। সেই ঝুঁকি হয়তো নিতে চাইবে না বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে ষষ্ঠ বোলারকে একাদশে নিতে গিয়ে কাকে বাদ দিবে টিম ম্যানেজমেন্ট?

এক্ষেত্রে দুটো অপশন হয়তো হাতে আছে। ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহ। প্রস্তুতি ম্যাচে রান পেলেও আফগানিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারেননি তরুণ তামিম। টপ অর্ডারে মেহেদি হাসান মিরাজ ব্যাটিং করছেন দুর্দান্ত। ফলে মিরাজকে ওপেনিংয়ে পাঠিয়ে তানজিদকে বাইরে রাখার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। অনেকদিন যাবত অফ ফর্মে থাকা লিটন কুমার দাসের ওপরও কাচি চলার সম্ভবনা নাকচ করে দেওয়া যায় না!

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহকেও বিকল্প ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। সাত নম্বর ব্যাটার এবং পার্ট টাইম স্পিনার হিসেবে খেলছেন অভিজ্ঞ ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি। বোলিংয়ের সুযোগ পেলেও খুব একটা সুবিধা করতে পারেননি। একজন বাড়তি বোলার একাদশে টানতে মাহমুদউল্লাহকে বাইরে রাখার চিন্তা করতেই পারে দল।

আর বাড়তি বোলার ডাকলে সেটা পেসার নয়, স্পিনার হওয়ার সম্ভবনাই বেশি। ধর্মশালার পিচ বেশ স্পিনবান্ধবই। সেক্ষেত্রে নাসুম আহমেদ বা শেখ মাহেদির মধ্যে একজন সুযোগ পেতে পারেন একাদশে। ইংল্যান্ড দলে ডানহাতি ব্যাটারের সংখ্যা বেশি ফলে বাঁহাতি স্পিনার নাসুমই হয়তো হতে পারেন প্রথম পছন্দ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম , নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর