দরকার পড়লে অবশ্যই ষষ্ঠ বোলার নেবে ম্যানেজমেন্ট: হেরাথ
৯ অক্টোবর ২০২৩ ২৩:৩০ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ২৩:৩১
ধর্মশালায় বল হাতে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ আফগানিস্তানকে অল্প রানেই আটকে দিয়েছিল। সে ম্যাচে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ছাড়া দলে বোলার হিসেবে ছিলেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তবে পার্টটাইমার হিসেবে বল হাতে দেখা গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকেও। তবে প্রতিপক্ষ ভিন্ন। বিশ্বের অন্যতম সেরা দল তো বটেই, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা সামনে। তাদের বিপক্ষে বাংলাদেশ কি দলে বাড়তি বোলার ডাক দিচ্ছে? ষষ্ঠ বোলার হিসেবে ডাকলেও কাকে ডাকতে পারে? এমন প্রশ্নের মুখে টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বললেন, উইকেট ও কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবেন কোচ, অধিনায়ক আর নির্বাচকরা।
ইংল্যান্ডের বিপক্ষেও স্পিনারদের ওপর বড় প্রত্যাশা থাকবে বলেছেন রঙ্গনা হেরাথ। টাইগারদের লংকান এই কোচ বলেন, ‘স্পিনাররা ভালো করেছে। তবে তাদের দক্ষতার বাইরে বড় বিষয় হলো তারা উইকেটটা বুঝতে পেরেছিল (প্রথম ম্যাচে)। এরপর তারা পরিস্থিতি বুঝে বল করেছে। আমি নিশ্চিত, (ইংল্যান্ডের বিপক্ষে) এ দুই স্পিনারই (সাকিব ও মিরাজ) বল করবে, কন্ডিশন বুঝে পিচের চরিত্র অনুযায়ী তারা বল করবে।’
আর বাড়তি বোলার নেওয়ার প্রশ্নে হেরাথ বলেন, ‘এটা কন্ডিশনের ওপর নির্ভর করবে। যদি আরেকজন বোলার দরকার পড়ে অবশ্যই নির্বাচক, কোচ ও অধিনায়ক আরেকজন বোলার দলে নেবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে উইকেট দেখতে হবে। উইকেট পড়তে পারতে হবে।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংটা হয়েছে দুর্দান্ত। বিশেষ করে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। পরে ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও সেই ধাক্কা কাটিয়ে ৬ উইকেটের দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। রাত পোহালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বললেন, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলেই ইংলিশদের হারানোর পরিকল্পনা করছে তারা।
ধর্মশালায় আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রঙ্গনা হেরাথ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবদের প্রতি বার্তাও দিয়েছেন হেরাথ, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ নাসুম আহমেদ বাংলাদেশ বনাম ইংল্যান্ড শেখ মাহেদি