নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলে ইংলিশ বধের ছক বাংলাদেশের
৯ অক্টোবর ২০২৩ ১৯:৪৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ১৯:৫৬
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংটা হয়েছে দুর্দান্ত। বিশেষ করে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। পরে ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও সেই ধাক্কা কাটিয়ে ৬ উইকেটের দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। রাত পোহালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বললেন, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলেই ইংলিশদের হারানোর পরিকল্পনা করছে তারা।
ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে বাংলাদেশ। কাল ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ সেই ধর্মশালাতেই। নিশ্চয় প্রথম ম্যাচের মতো স্পিন ও পেস বোলিংয়ে ইংলিশদের চেপে ধরতে চাইবে বাংলাদেশ। তারপর হিসেবি ব্যাটিং।
ধর্মশালায় আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রঙ্গনা হেরাথ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবদের প্রতি বার্তাও দিয়েছেন হেরাথ, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’
ইংল্যান্ডের বিপক্ষেও স্পিনারদের ওপর বড় প্রত্যাশা থাকবে বলেছেন রঙ্গনা হেরাথ। লংকান এই কোচ বলেন, ‘স্পিনাররা ভালো করেছে। তবে তাদের দক্ষতার বাইরে বড় বিষয় হলো তারা উইকেটটা বুঝতে পেরেছিল (প্রথম ম্যাচে)। এরপর তারা পরিস্থিতি বুঝে বল করেছে। আমি নিশ্চিত, (ইংল্যান্ডের বিপক্ষে) এ দুই স্পিনারই (সাকিব ও মিরাজ) বল করবে, কন্ডিশন বুঝে পিচের চরিত্র অনুযায়ী তারা বল করবে।’
আফগানিস্তানের বিপক্ষে স্পেশালিস্ট পাঁচ বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। যেটা ম্যাচে অস্বস্তিতেই ফেলে দিয়েছিল বাংলাদেশকে। পার্ট টাইম বোলার মাহমুদউল্লাহ রিয়াদকে দিয়ে বোলিং করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়মিত পাঁচ বোলারের সবাই ভালো বোলিং করেছেন, তাছাড়া বড় বিপদেই হয়তো পড়তে হতো সাকিবকে।
ইংলিশদের মতো শক্ত ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ দলের বিপক্ষে একাদশে বাড়তি একজন বোলারের চিন্তা বাংলাদেশ করছে কিনা, এমন প্রশ্নে হেরাথ বলেন, ‘এটা তো কন্ডিশনের ওপর নির্ভর করে। অতিরিক্ত এমন কাউকে দরকার হলে আমি নিশ্চিত, টিম ম্যানেজমেন্ট এবং কোচরা আগামীকাল নিজেদের মধ্যে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস