বাংলাদেশকে কোনোমতেই হুমকি মনে করছে না ইংল্যান্ড
৯ অক্টোবর ২০২৩ ১৭:২৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ১৭:৫৪
আগামীকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে দুদলেরই এটা দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে হুমকি মনে করছেন কিনা, এমন প্রশ্নে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার সরাসরি বলেছেন, না না, কোনোমতেই না।
ম্যাচের আগে বাংলাদেশ অবশ্য বেশ কয়েকটি জায়গায় এগিয়ে থাকছে। প্রথমত- তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জিতেছেন সাকিবরা। অপর দিকে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। দ্বিতীয়ত- কন্ডিশন সম্পর্কেও বাংলাদেশের ধারণাটা বেশি। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটাও হয়ে সেখানে। অপর দিকে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলেছে আহমেদাবাদে। তৃতীয়ত- বিশ্বকাপে দুই দলের সর্বশেষ তিন দেখায় দুবারই জিতেছে বাংলাদেশ। এসব নিয়ে অবশ্য খুব বেশি ভাবছেন না বাটলার।
বিশ্বকাপের সব ম্যাচই কঠিন উল্লেখ করেছেন। তবে বাংলাদেশকে যে হুমকি মনে করছেন না সেটাও পরিস্কার করে বলেছেন ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দারুণ রেকর্ড মনে করিয়ে দিয়ে বাটলারকে প্রশ্ন করা হয়েছিল এবার টাইগারদের হুমকি মনে করছেন কিনা?
জবাবে বাটলার বলেন, ‘না, না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে হারের ক্ষত বাংলাদেশের বিপক্ষে পুষিয়ে নিতে চান তেমন একটা বার্তাও দিলেন বাটলার।
ইংলিশ অধিনায়ক বলেন, ‘দুই দলেরই মাত্র একটা করে ম্যাচ শেষ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, গত ম্যাচের চেয়ে আমরা ভালো দল। আগামীকাল ভালো খেলার অপেক্ষায় আছি।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস