Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
৯ অক্টোবর ২০২৩ ১৪:০৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ১৪:১০

বিশ্বকাপে নিজেদের শুরুটা উড়ন্ত করেছে নিউজিল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল কিউইরা। অন্যদিকে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়ে শেষ পর্যন্ত হারতে হয়েছিল নেদারল্যান্ডসকে। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে  বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

বিজ্ঞাপন

চোটের কারণে এখনও দলে ফেরেননি কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। এছাড়াও অভিজ্ঞ পেসার টিম সাউদি চোট সারিয়ে দলে ফিরতে পারেননি। ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ফিরবেন এই দুই ক্রিকেটার।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাচ হেনরি এবং ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ড একাদশ

বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, সায়ব্র্যান্ড এঞ্জেল্ব্রাখট, রলফ ভ্যান ডার মারউই, র‍্যায়ান ক্লেইন, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টস নেদারল্যান্ডস বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর