Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ‘সেরা’ হওয়ার স্বপ্ন মিরাজের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৩ ২০:৫৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ২০:৫৮

২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। বয়সভিত্তিক দলে পারফর্ম করে জাতীয় দলে উঠে আসা মিরাজ এই মুহূর্তে আছেন দুর্দান্ত ফর্মে। বল হাতে অভিষেকের পর থেকেই নিজেকে প্রমাণ করেছেন মিরাজ। সম্প্রতি তিনি ব্যাট হাতেও দুর্দান্ত। মিরাজ বললেন, বয়সভিত্তিক বিশ্বকাপের মতো এবারের মূল বিশ্বকাপেও সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন তার।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আজ ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সবচেয়ে বেশি অবদান মিরাজের। আগে বোলিং করে আফগানদের ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। মিরাজ স্পিন বোলিংয়ে ২৫ রানে নিয়েছেন তিন উইকেট।

বিজ্ঞাপন

পরে ব্যাট হাতে ৫৭ রানের দারুণ একটা ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়ড়ারের পুরস্কারও জিতেছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বললেন, টুর্নামেন্ট শুরুর স্বপ্ন তার মানে। মিরাজ বলেন, ‘বড় টুর্নামেন্টে যদি অলরাউন্ড পারফর্ম করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বড় অর্জন হবে, দলের জন্যও হবে। অবশ্যই, সে (টুর্নামেন্ট সেরা হওয়ার) স্বপ্ন তো থাকেই।’

অনেকদিন ধরেই নিজের ব্যাটিং সামর্থের ভালো প্রমাণ দিচ্ছিলেন মিরাজ। যার সবচেয়ে বেশি প্রমাণ মিলেছে এশিয়া কাপে। ওপেনিংয়ে ব্যাটি করতে নেমে ১১২ রানের ঝলমলে একটা ইনিংস খেলেছিলেন। এশিয়া কাপের সেই ফর্মটা টেনে নিয়েছেন বিশ্বকাপেও।

এশিয়া কাপে ওপেনিংয়ে সেঞ্চুরি পেয়েছিলেন, আজ তিন নম্বরে নেমে হাফ সেঞ্চুরি করলেন। আবার নিয়মিত ব্যাটিং করেন সাত-আট নম্বরে। এরই মধ্যে প্রায় সব পজিশনেই ব্যাটিং করা হয়ে গেছে মিরাজের।

নিজেকে সেভাবেই প্রস্তুত করেছেন বললেন তরুণ অলরাউন্ডার, ‘মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। শুধু আমি নয়, প্রত্যেকেই মানিয়ে নিয়ে খেলছে। বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় তো আটে ব্যাটিং করেছি। সেখানে সব সময় বড় রান করার সুযোগ থাকে না। বল কম থাকে। তবে চেষ্টা করি, সুযোগ পেলে যেন ১০০ ভাগ দিতে পারি। এভাবেই নিজেকে প্রস্তুত করেছি।’

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর