প্রোটিয়া ঝড়ে তছনছ শ্রীলংকা, সর্বোচ্চ রানের রেকর্ড
৭ অক্টোবর ২০২৩ ১৯:৩২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ১৯:৪২
বিশ্বকাপে যে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা ঝড় তুলতে যাচ্ছে, সেটার আভাস পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেই। শেষ পর্যন্ত ঝড় উঠলো, ঝড়টা গেলো শ্রীলংকার উপর দিয়েই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রেকর্ড গড়ে ৪২৮ রান সংগ্রহ করল প্রোটিয়ারা। বিশ্বকাপের ইতিহাসে এটিই দলীয় সর্বোচ্চ ইনিংস।
টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা নিয়ে হয়ত লংকান অধিনায়ক দাসুন শানাকা বারবার পস্তাচ্ছিলেন ইনিংস চলার সময়। শুরুতে টেম্বা বাভুমার ফিরলেও এরপর লংকানদের ওপর বয়ে গেছে টর্নেডো। কুইন্টন ডি কক ও রসি ভ্যান ডুসেন দ্বিতীয় উইকেটে গড়েন ২০৪ রানের পার্টনারশীপ। সেঞ্চুরির পরপরই ফেরেন ডি কক, করেছেন ৮৪ বলে ১০০ রান। সেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন তাঁর সঙ্গী ডুসেনও, তাঁর সংগ্রহ ১০৮।
ডি কক, ডুসেন ফিরলেও ঝড় থামেনি। উল্টো এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলারর স্টীম রোলার চালিয়েছেন রাজিথা, মধুশানাকাদের ওপর। মার্করামও পেয়েছে সেঞ্চুরি, ১০৬ রানে ফেরেন তিনি, মিলার ছিলেন ইনিংসের শেষ অবধি।
শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা, যা বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। আফ্রিকা ভেঙ্গেছে অস্ট্রেলিয়ার ৮ বছর পুরনো রেকর্ড। ২০১৫ সালে ঘরের মাঠে পার্থে আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়া তুলেছিল ৪১৭ রান। এর আগে ২০০৭ সালে পোর্ট অফ স্পেনে বারমুডার বিপক্ষে ভারত করেছিল ৪১৩ রান।
২০১৫ সালের বিশ্বকাপে আরও দুইবার ৪০০ পেরিয়েছে প্রোটিয়ারা। ক্যানবেরাতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল ৪১১ রান এবং সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল ৪০৮ রান। এই নিয়ে সর্বোচ্চ তিনবার বিশ্বকাপে দলীয় ৪০০ রান পেরোলো আফ্রিকা। ভারত এবং অস্ট্রেলিয়া পার করেছে একবার করে।
ওয়ানডেতে এই নিয়ে ৮ বার ৪০০ এর ওপরে দলীয় রান করেছেন দক্ষিণ আফ্রিকা, এটিও এই ফরম্যাটে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার ভারতের, ইংল্যান্ড পেরিয়েছে ৫ বার, ২ বার করে আছে অস্ট্রেলিয়া আর শ্রীলংকার।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এফএম