পরের ম্যাচগুলোতে আরও ভালো কিছুর প্রত্যাশা সাকিবের
৭ অক্টোবর ২০২৩ ১৯:২৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ১৯:৪০
বিশ্বকাপের শুরুটা স্বপ্নের মতো হলো বাংলাদেশের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৬ রানেই গুটিয়ে দিয়ে পরে দাপুটে ম্যাচ জিতেছে সাকিব আল হাসানের দল। এমন জয়ে পুরো বাংলাদেশই খুশি। স্বাভাবিকভাবে অধিনায়ক সাকিবও খুশি।
মূলত বোলাররাই ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় এনে দিয়েছে। অধিনায়ক সাকিব বললেন, আশা করছেন পরের ম্যাচগুলোতে আরও ভালো বোলিং করবেন বাংলাদেশি বোলাররা।
শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় ব্যাটিংয়ে আফগানিস্তানের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। প্রথম উইকেটে ৪৭ রান তোলে আফগানরা। এর পরেই স্পিন-পেস মিলিয়ে জেগে উঠে বাংলাদেশের বোলিং। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে আফগানদের। আধুনিক ওয়ানডেতে এ আর তেমন কি রান! পরে সহজেই ম্যাচ জিতেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে বোলারদের প্রসংশায় পঞ্চমুখ অধিনায়ক সাকিব। বলেছেন, ‘এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি। জিততে চাইলে (কঠিন আউটফিল্ডের) সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের তিন-চারজন ফাস্ট বোলার আছে। তারা যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট। আমি আশা করছি, তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে।’
নিজের আনন্দের কথা জানিয়েছেন সাকিব, ‘যেভাবে এ ম্যাচটা আমরা খেলেছি, আমি খুব খুশি। আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ অক্টোবর। একই ভেন্যুতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস