Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফটি করলেই যে ‘ভেরি স্পেশাল’ রেকর্ডটি সাকিবের হবে

স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৩ ১৩:৩৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ১৪:০৪

সাকিব আল হাসান, মিস্টার অল-রাউন্ডার। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে দুই জায়গায়ই সাকিবের আছে অগণিত রেকর্ড। এবারের বিশ্বকাপ সাকিবের পঞ্চম। আর এই পঞ্চম বিশ্বকাপের প্রথম ম্যাচটি ইতোমধ্যেই খেলছেন সাকিব। বল হাতে যথারীতি দেখিয়েছেন চমক। তুলে নিয়েছেন তিন উইকেট।

এদিকে ব্যাটার সাকিবকেও হাতছানি দিচ্ছে এক অনন্য কীর্তি। আফগানিস্তানের বিরুদ্ধে ৫০ রান করলেই একটি ‘ভেরি স্পেশাল’ রেকর্ডের মালিক হবেন সাকিব আল হাসান।
কী সেই রেকর্ডটি? অনেকেরই হয়তো জানা- বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকানো একমাত্র ব্যাটার আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার। আফগানিস্তানের বিরুদ্ধে ৫০ করলে নিজের এই্ অনন্য রেকর্ডটাকে অলঙ্ঘনীয় উচ্চতায় নিয়ে যাবেন সাকিব।

বিজ্ঞাপন

২০০৭ সালে দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সেই সময়ের তরুণ সাকিব। বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে সাকিবের অবদান ছিল দূর্দান্ত।

২০১১ সালে ঘরের মাঠে পরের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আবারও মুখোমুখি ভারত-বাংলাদেশ। সেই ম্যাচে আবারও হাফ সেঞ্চুরি। এবার ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর আসে ২০১৫ সাল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। সেই ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে সেই ম্যাচটি জিতেছিল বাংলাদেশ।

হাফ-সেঞ্চুরির এই ধারাবাহিকতা সাকিব ধরে রাখলেন ২০১৯ বিশ্বকাপেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে সাকিব ৮৪ বলে ৭৫ রান করেন।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস/এসবিডিই

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম আফগানিস্তান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর