বন্ধুদের সঙ্গে কিংবা আন্তর্জাতিক সবসময় জিততে চাই— সাকিব
৭ অক্টোবর ২০২৩ ১০:০৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ১০:০৯
শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আর এই ম্যাচের আগেই টাইগার দলপতি সাকিব আল হাসানের আইসিসিকে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে সাকিব আল হাসান জানান, বন্ধুদের সঙ্গে পাড়ার ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের মঞ্চ। কোথাও তিনি হারতে চান না। জিততে চান সব জায়গাতে।
আইসিসি শনিবার সকালে সাকিবের মিনিট তিনেকের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে সাকিব বলেন, ‘মনে হয় আমি কখনো হারতে চাই না, কখনোই না। সব সময় জিততে পছন্দ করি। সেটা হোক গ্রামে আমার বন্ধুদের সঙ্গে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে। জয়ের এই মানসিকতাটাই বোধহয় আমাকে সাকিব আল হাসান পরিচয় এনে দিয়েছে।’
যেখানে সাকিবের পরেই ডি লিড
টাইগার দলপতির কাছে এখনও ওয়ানডে ফরম্যাটটাই সবচেয়ে প্রিয় ফরম্যাট। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ওয়ানডে খেলে আছি। টি-টোয়েন্টিতে, টেস্টে আমাকে অনেককিছু পাল্টাতে হয়েছে। কিন্তু ওয়ানডেতে আমার কিছুই করতে হয়নি। ওয়ানডেতে আমি আমার মতো করে খেলতে পেরেছি।’
ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ২০১৯ বিশ্বকাপ স্বপ্নের মতো কাটিয়েছিলেন সাকিব আল হাসান। সেবার ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে নিয়েছিলেন ১১ উইকেট। সেবার টুর্নামেন্ট সেরার দৌড়েও বেশ ভালোভাবে ছিলেন তিনি। যদিও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া কারণে সে দৌড়ে পিছিয়ে পড়েছিলেন সাকিব। তবে কোনো অলরাউন্ডারের জন্য যে ওয়ানডের ইতিহাসেরই সেরা পারফরম্যান্স ছিল সাকিবের ২০১৯ বিশ্বকাপ তা অনস্বীকার্য।
এবারেও নিজেকে উজাড় করে খেলবেন সাকিব তেমনই প্রত্যয়। সাকিব বলেন, ‘২০১৯ বিশ্বকাপটা আমার ক্যারিয়ারে সেরা। নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলাম। বলতে গেলে পাগল ছিলাম, সব কিছু (পারফরম্যান্স) করতে চেয়েছি।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ বনাম আফগানিস্তান সাকিব আল হাসান