যেখানে সাকিবের পরেই ডি লিড
৭ অক্টোবর ২০২৩ ০১:৩১ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ০৩:২৩
লম্বায় রায়ান টেন ডেসকাটের চেয়ে ইঞ্চি চারেক ছোট। তবে ব্যাট করেন ডেসকাটের মতোই ডান হাতে, বোলিংও করেন ডেসকাটের মতোই ডান হাতি মিডিয়াম পেস। ‘টেনডো’ নামে পরিচিত ডেসকাটকে বলা হতো ‘ছোট দলের বড় তারকা’। কেবল ব্যাট বা বল নয়, ডেসকাটের মতোই ব্যাট-বল দুটিতেই সমান পারফরম্যান্স দেখিয়ে বাস ডি লিড হাঁটছেন তার পথেই। বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন সব্যসাচী পারফরম্যান্স দেখিয়ে রেকর্ড বইয়েও ঘাঁটাঘাঁটি ফেলে দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।
একটু খুলেই বলা যাক। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেই ডি লিড ব্যাট-বল দুটোতেই সমান পারফরম্যান্স করেছেন। শুক্রবার (৬ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে প্রথমে বল হাতে নিয়েছেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতেও করেছেন ৬৭ রান। অর্থাৎ একই ম্যাচে ৪ উইকেট আর অর্ধশতকের গৌরব অর্জন করেছেন।
ডি লিডের এই অনন্য কীর্তি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আগের আসরগুলোতেও খুব বেশি ঘটেনি। ১২ আসর মিলিয়ে মাত্র ৯ জন ক্রিকেটার এই অনন্য রেকর্ড গড়তে পেরেছেন। আর সেই তালিকায় সর্বশেষ নামটিই ছিল সাকিব আল হাসান। গত বিশ্বকাপ তথা ২০১৯ সালের আসরে আফগানিস্তানের ম্যাচে তিনি গড়েছিলেন এই কীর্তি। ব্যাট হাতে ৫১ রানের পাশাপাশি বল হাতে ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম এমন কীর্তি করেন জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার, সেটি ১৯৮৩ সালের তৃতীয় বিশ্বকাপের কথা। এরপর ১৯৯২ সালের পঞ্চম বিশ্বকাপে একই কীর্তি দেখান ইংলিশ লিজেন্ড ইয়ান বোথাম। ১৯৯৯ সালের সপ্তম বিশ্বকাপে সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটনা আরেক জিম্বাবুইয়ান অলরাউন্ডার নেইল জনসন।
২০০৩ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো দুবার ঘটে এমন ঘটনা, অর্থাৎ একই ম্যাচে কোনো ক্রিকেটারের ৪ উইকেট ও অর্ধশত রানের নজির। ক্রিকেটার দুজন হলেন— কেনিয়ার মরিস ওদুম্বে আর নেদারল্যান্ডসেরই ফেইকো ক্লপেনবার্গ। এর মধ্যে ডাচ ক্লপেনবার্গ ব্যাট হাতে সেঞ্চুরিই হাঁকিয়েছিলেন।
২০১১ বিশ্বকাপেও এমন কীর্তি দেখান দুজন— ভারতের যুবরাজ সিং আর শ্রীলংকার তিলকরত্নে দিলশান। এর মধ্যে দিলশানও তুলে নিয়েছিলেন শতক। আর ২০১৫ সালে এই নজির দেখান পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ। গত আসরের সাকিবের কথা তো বলা হলোই। এবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই সেই নজির গড়লেন বাস ডি লিড।
ডি লিডসের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পরও অবশ্য ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি নেদারল্যান্ডস। ফেভারিট পাকিস্তানের কাছে ৮১ রানে হেরে গিয়েছে তারা। বিশ্বকাপে জয় পেতে নেদারল্যান্ডস নিশ্চয় ডি লিডসের কাছে এমন আরও পারফরম্যান্স চাইবে।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/টিআর
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ডি লিডস পাকিস্তান বনাম নেদারল্যান্ডস বাস ডি লিডস ভারত বিশ্বকাপ