সেমিফাইনালের স্বপ্নে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ
৬ অক্টোবর ২০২৩ ২৩:৩২ | আপডেট: ৭ অক্টোবর ২০২৩ ০৯:২৮
বিশ্বকাপ শুরু হয়ে গেছে দুদিন হলো। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামীকাল। কাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসান কোং। প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলেরই প্রথম ম্যাচ এটা।
স্বাভাবিকভাবেই জয়ের জন্য মরিয়া দুই দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধি সেটা বলেও গেছে। সার্বিক পরিস্থিতিতেও মনে হচ্ছে কাল জমজমাট লড়াই-ই হয়তো দেখা যাবে মাঠের ক্রিকেটে।
ক্রিকেট ঐতিহ্যে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ যোজন যোজন এগিয়ে। তবে সম্প্রতি সময়ে দুদলের মাঠের পারফরম্যান্স হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তাই দিচ্ছে। ওয়ানডেতে দুদলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে দুই ম্যাচ, আফগানিস্তান তিনটি। বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ জিতে গেছে আফগানিস্তান। তবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে আফগানদের স্রেফ উড়িয়ে দিয়ে সেই বদলা ভালোভাবেই নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের আগে আজ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুুসিংহে বলে দিয়েছেন, তার দল সেমিফাইনাল খেলতে চায়, ‘সবাই তো বিশ্বকাপ জিততে চায়। তবে বাস্তবতা বিচারে ৪ থেকে ৫টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। এটাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের দলটা এই লক্ষ্য পূরণ করার মতোই। আমাদের প্রথম লক্ষ্য হলো সেমিফাইনালে ওঠা।’ সেমির টিকিট পেতে হলে আফগানিস্তানের মতো কাছাকাছি শক্তির দলগুলোর বিপক্ষে নিশ্চয় পূর্ণ পয়েন্টের টার্গেট করতেই হবে।
বাংলাদেশ শিবিরে সেই রসদ আছেও। চোটের কারণে ইবাদত হোসেন চৌধুরীকে বিশ্বকাপে মিস করবে বাংলাদেশ। তবে ইবাদতের অনুপস্থিতিতে শরিফুল ইসলাম দারুণ বোলিং করছেন। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আগে থেকেই দুর্দান্ত ফর্মে। এশিয়া কাপ এবং তারপর নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন মোস্তাফিজুর রহমানও। তাদের সঙ্গে সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ বা শেখ মাহেদির স্পিন মিলিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ ভারসাম্যপূর্ণ।
ব্যাটিংয়ে বড় দুশ্চিন্তা ছিল টপ অর্ডার। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে মনে হচ্ছিল তামিম ইকবালের অনুপস্থিতিতে সেটা হয়তো আরও ভোগাবে। তবে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে টপ অর্ডারের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছেন তাতে এই পজিশন নিয়ে চিন্তা কিছুটা কমেছে। দুটি প্রস্তুতি ম্যাচেই রান পেয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম। একাদশে সেই তামিমের জায়গা পাওয়া নিয়েই দায়! অনেকদিন যাবত অফ ফর্মে থাকা লিটন দাসও প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন।
তিন নম্বরে ব্যাটিং করা নাজমুল হোসেন শান্ত আছেন দুর্দান্ত ফর্মে। তৌহিদ হৃদয়ও প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন। এরপর সাকিব আল হাসান, মুশফিকু রহিম আছেন দুর্দান্ত ফর্মে। অনেকদিন পর দলে ফিরে মাহমুদউল্লাহও বার্তা দিয়েছেন সাত নম্বরের জন্য তিনি প্রস্তুত। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপও ভারসাম্যপূর্ণ।
আফগানিস্তানের হাতেও অবশ্য ম্যাচ জয়ের রসদ আছে। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিকে নিয়ে তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্ট বিশ্বমানের। পেস বোলিংয়ে নতুন বলে ফজলহক ফারুখী অনেকদিন যাবতই দারুণ বোলিং করছেন। ব্যাটিং ওপেনার রহমানুল্লাহ গুরবাজ নিজের দিনে যেকোনো প্রতিপক্ষকে চুরমার করে দিতে পারেন। ইব্রাহিম জাদরান, রহমত শাহর মতো ব্যাটারদের নিয়ে আফগানদের ব্যাটিং ইউনিট আরও ভারসাম্যপূর্ণ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখবো ও আগামীকাল ওই অনুযায়ী প্রয়োগের চেষ্টা করবো। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করবো।’
মনে হচ্ছে কাল বড় রানের ম্যাচই হবে। আইসিসির আয়োজিত টুর্নামেন্টগুলোতে সাধারণত ব্যাটিং উইকেটই হয়। অবশ্য ধর্মশালার উইকেট আগে থেকেই ব্যাটিংবান্ধব। উইকেটে অল্প ঘাস আছে আর শক্ত উইকেট। যেটা রান উৎসব হওয়ার উপযুক্ত প্লাটফর্ম।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, ‘এক দিনের খেলার জন্য দারুণ উইকেট। দেখে মনে হয়েছে উইকেট যথেষ্ট শক্ত, সুন্দর ঘাস আছে। খুব ভালো স্পোর্টিং উইকেট মনে হয়েছে। বড় রান প্রত্যাশা করছি এখানে।’
কেমন হবে সেটা কালই জানা যাবে। ম্যাচটা অনুষ্ঠিত হবে ভারতের মনমুগ্ধকর ভেন্যু হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস