ডেঙ্গুতে আক্রান্ত গিল প্রথম ম্যাচে অনিশ্চিত
৬ অক্টোবর ২০২৩ ১৯:১৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ২০:৩২
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্বাগতিক ভারত। তবে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা স্বাগতিকদের দলে। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার শুভমান গিল ডেঙ্গুতে আক্রান্ত। আর তাতেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এই ওপেনারের।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল। এই আবহে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না গিল।
আর তাতেই কিছুটা চিন্তার ভাঁজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কপালে। বিশ্বকাপের শুরুতেই পরিবর্তন আনতে হচ্ছে ওপেনিং জুটিতে। গিলের অনুপস্থিতিতে ইশান কিষাণ অথবা লোকেশ রাহুলকে দেখা যেতে পারে রোহিত শর্মার সঙ্গে।
গিলের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাকে মেডিকেল দল কাছ থেকে নজরে রাখছেন। আশা করা হচ্ছে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
চলতি বছরে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন গিল। ওয়ানডেতে এবছর ১২৩০ রান করেছেন। ৭২.৩৫ গড়ে রান তোলা শুভমানের স্ট্রাইক রেট ১০৫.০৩। নিজের খেলা শেষ চার ওয়ানডেতে দুটি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছেন এই ওপেনার। নামের পাশে এ বছরেই আছে ৬টি সেঞ্চুরি। সামনে কড়া নাড়ছে এক বছরে শচিন টেন্ডুলকারের করা সর্বোচ্চ ৯টি সেঞ্চুরির রেকর্ডও। দুর্দান্ত ফর্মে থাকা গিল সেই রেকর্ডের পেছনেই ছুটছিলেন তবে বিশ্বকাপের শুরুতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে সেই দৌড়ে কিছুটা পিছিয়ে গেলেন তিনি।
রোববার চেন্নাইয়ে ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। রোহিতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন গিল। বিশ্বকাপেও প্রথম থেকেই গিল ছন্দে থাকবেন বলে আশা করা হয়েছিল। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি জ্বরে কাবু হলেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ডেঙ্গুতে আক্রান্ত ভারত ভারত বনাম অস্ট্রেলিয়া শুভমান গিল