পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল নেদারল্যান্ডস
৬ অক্টোবর ২০২৩ ১৪:০৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ ১৪:১৯
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খায় পাকিস্তান। দলের সবচেয়ে বড় অস্ত্রের একটি পেসার মোহাম্মদ নাসিম চোটে পড়ে ছিটেক যান। তবে সেসব পেছনে ফেলে বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে প্রস্তুত পাকিস্তান। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে ফেরা নেদারল্যান্ডস প্রস্তুত নিজেদের নাম আরও উজ্জ্বল করতে। সেই লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শহ আফ্রিদি এবং হারিস রউফ।
নেদারল্যান্ডস একাদশ
বিক্রম সিং, ম্যাক্স ও’দুদ, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বিক, রলফ ভ্যান ডার মারউই, অর্জুন দত্ত এবং পল ভ্যান মিকেরেন।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস