Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি দেখে চার দিকে হাহাকার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ১৯:৩৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৩ ১৯:৪২

ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম পর্ব মাঠে গড়িয়েছে আজ। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের বিশ্বকাপের। তবে যেভাবে বিশ্বকাপ শুরু হলো সেটা হয়তো বিস্মিত করেছে অনেককেই! বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারি অনেকটাই ফাঁকা!

বিশ্বকাপের মতো আয়োজনে টিকিটের জন্য কাড়াকাড়ি লেগে যাওয়ার কথা। ভারতে বিশ্বকাপ বলে বিশ্বকাপ শুরুর আগে তেমন বার্তা পাওয়াও যাচ্ছিল। কিন্তু আশ্চর্য উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মতো দলের লড়াইয়ে গ্যালারি প্রায় ফাঁকা। বিশ্বকাপের ফাঁকা গ্যালারির ছবি হাহাকার ফেলে দিয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। সমাজিক যোগাযোগমাধ্যমে হতাশার প্রতিক্রিয়া দেখাচ্ছেন ভক্তরা।

বিজ্ঞাপন

আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা হচ্ছে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যেখানকার ধারণক্ষমতা ১ লাখের বেশি। সে তুলনায় ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ যখন শুরু হলো তখন স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ছিল খুবই কম। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক অবশ্য বেড়েছে। তবে সেটা বেশি নয়।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে দারুণ একটা আয়োজনও ছিল। ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে ফ্রি টিকিট দেওয়ার কথা জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষের। শুধু টিকিট নয় ম্যাচ চলাকালে নাস্তা এবং দুপুরের খাবার সরবরাহের কথাও বলা হয়েছিল। তবুও দর্শক দেখা যায়নি। খেলা শুরুর সময় গ্যালারিতে সেই বিশেষ সমর্থকদের দেখাই যায়নি।

বিশ্বকাপে এমন ফাঁকা গ্যালারি হতাশ করেছে অনেককেই। অনেকে সমালোচনাও করেছেন। গত এশিয়া কাপে পাকিস্তানে দর্শকক্ষরা নিয়ে টুই্ট করেছিলেন ভারতীয় এক দর্শক। সেটিতে রিটুইট করে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘হতাশার, মাত্র কয়েক’শ মানুষের উপস্থিতিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখা খুবই হতাশার।’

বিজ্ঞাপন

স্টেডিয়াম ভড়াতে স্কুল-কলেজের শিক্ষার্থদের বিনামূল্যে টিকিট প্রদানের পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রন শেবাগ।

এক ক্রিকেট ভক্ত টুইট করেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফাঁকা চেয়ার দেখে হতাশ। দুপুরের খাবার ও চায়ের কুপনসহ বিনামূল্যে টিকিট বিতরণ করা সত্ত্বেও বিসিসিআই স্টেডিয়াম পূর্ণ করতে পারেনি।’

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএইচএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর