চোটে পড়ে উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কায় স্টোকস
৪ অক্টোবর ২০২৩ ১৮:০৩ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ১৮:০৪
অবসর ভেঙে দলের প্রয়োজনে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার। ২০২৩ ভারত বিশ্বকাপের ঠিক আগে অবসর ভেঙে আবারও রঙিন পোশাকে স্টোকস। বুধবার (৫ অক্টোবর) আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দ উঠছে।
তবে বিশ্বকাপ শুরুর ঠিকন আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড দল। অনুশীলনের সময় চোটে পড়েছেন স্টোকস।
৩২ বছর বয়সী স্টোকস হাঁটুর ইনজুরিতে ভুগছেন দীর্ঘদিন ধরে। আর একারণেই বিশ্বকাপে কেবল ব্যাটার হিসেবেই জায়গা করে নিয়েছেন তিনি। জানিয়েছেন বোলিংটা আর করবেন না তিনি। তাকে নিয়ে বড় কোনো ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
স্টোকসের ইনজুরির কথা মাথায় থাকলেও বিশ্বকাপের এমন মুহূর্তে তাকে খেলানো নিয়েও ভাবছে ইংলিশরা। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাঠে নামেননি স্টোকস।
ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেন, ‘তার সামান্য চোট আছে। প্রার্থনা করছি যেন সে সুস্থ হয়ে ওঠে। এবং পুরোপুরি ফিট হয়ে যেতে পারে। যেন আমরা ভালো সংবাদ পেতে পারি। দেখা যাক কি হয়। স্টোকস ফিট হওয়ার জন্য কাজ করছে। সে ফিজিওর সঙ্গে কঠোর পরিশ্রম করছে।’
তবে তাকে খেলানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। এব্যাপারে বাটলার বলেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তবে আশা করছি আমরা সঠিক সিদ্ধান্তটাই নেব। সে খেলার জন্য শতভাগ ফিট হলেই খেলবে, ফিট না হলে খেলবে না। বড় ঝুঁকি নেওয়ার মতো সময় এটা নয়। টুর্নামেন্টের শুরুতেই আমরা বড় ঝুঁকি নেব না। তবে শেষের দিকে হলে আমরা হয়তো ঝুঁকি নিতাম।’
বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ইনজুরি ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সিরিজ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বেন স্টোকস