সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!
৪ অক্টোবর ২০২৩ ১৭:৩৫ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ১৭:৪০
রাত পোহালেই বিশ্বকাপ। আগামীকাল মাঠে গড়াবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ। হঠাৎ করেই বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের সীদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্বকাপের আয়োজক দল ভারত। তবে পূর্ব ঘোষিত ‘ক্যাপ্টেন্স ডে’ অনুষ্ঠিত হয়েছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের ১০ অধিনায়ক একত্র হয়ে দলীয় লক্ষ্যের কথা জানিয়েছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও ছিলেন আয়োজনে। সেই আয়োজনে সাকিবকে নিয়ে ‘গণ্ডগোল’ বাঁধিয়ে দিয়েছে আইসিসি। সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি!
‘ক্যাপ্টেন্স ডে’তে পর্যায়ক্রমে নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন অধিনায়করা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কথা বলার সময় তার নামের নিচে ভেসে উঠে ‘ক্যাপ্টেন, পাকিস্তান’। ভুলবশতই এমন কাণ্ড ঘটেছে। বিষয়টি পরে ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা হাস্যরসের জন্ম দিয়েছে।
‘ক্যাপ্টেন্স ডে’তে নিজের অভিব্যক্তিতে সাকিব বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩-৪ বছর আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা। গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ আক্টোবর। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস