সাকিবদের জন্য তামিমের শুভকামনা
৪ অক্টোবর ২০২৩ ১৮:০৬ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ১৮:১০
সময়টা এখন ক্রিকেটের! রাত পোহালেই ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ক্রিকেট মহাজ্ঞ, ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। বাংলাদেশও প্রস্তুত। সাকিব আল হাসানের নেতৃত্বে অনেক আগেই বিশ্বকাপের ভেন্যু ভারতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপকে ঘিরে নানান দেশে নানান আয়োজন। বাংলাদেশও পিছিয়ে নেই, বিশ্বকাপকে সামনে রেখে নানান আয়োজন চলছে বাংলাদেশে। থিম সং প্রকাশ হয়েছে বেশ কয়েকটি। তেমনই একটি থিম সং শেয়ার করে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন তামিম ইকবাল।
মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি’র অর্থায়নে বিশ্বকাপের থিম সং এনেছে অর্থহীন ব্রান্ড। তামিম ইকবাল রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ‘সময় এসেছে বাংলাদেশ, এবার পারবে তুমিও জিতে যেতে; আশা আছে সবার’ শিরোনামের থিম সংটি নিজের ফেবসুব পেজে শেয়ার দিয়ে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়েছেন তামিম।
তামিম লিখেছেন, ‘শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’
শেষ মুহূর্তে এসে বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পরেছেন তামিম ইকবাল। কয়েক মাস আগেও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি। বিভিন্ন নাটকীয়তার পর নেতৃত্ব ছাড়েন। তারপর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন।
কিন্তু শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ দল থেকে বাদ পরেন তামিম। এতে বর্তমান অধিনায়ক সাকিবের সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস