Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই খেলতে পারবেন না সাউদি

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৩ ১৫:৩১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৩ ১৫:৩২

ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগেই চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদি। শঙ্কা জেগেছিল তার গোটা বিশ্বকাপেই খেলা নিয়ে। তবে সে শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের দলে আছেন সাউদি। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না এই পেসারের। এদিকে আগেই আগেই জানা গিয়েছিল বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।

সংবাদ সম্মেলনে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম জানান, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনো রিকভারির মধ্যেই থাকতে হচ্ছে টিম সাউদিকে। তাই তাকে প্রথম ম্যাচে দেখা যাবে না।

বিজ্ঞাপন

গত মাসে ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে হাতের আঙ্গুলে চোট পান সাউদি। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে, আঙ্গুলে চিড় ধরেছে। এরপর করাতে হয় অস্ত্রোপচার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাই উঠে আসে টিম সাউদির চোটের বিষয়।

লাথাম বলেন,’কেইন ও টিম ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে খেলবে না। সাউদিকে বিবেচনায় রাখা হয়নি। সুন্দরভাবে সে রিকভারি করছে। দিন দিন সে উন্নতি করছে।’

গেল শনিবার নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দেন সাউদি। তবে বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলেননি তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে যোগ দিলেও অস্বস্তিবোধ করেন সাউদি। তাই দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ইনজুরিতে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টিম সাউদি বিশ্বকাপের মূলপর্ব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর