শতভাগ ফিট সাকিব, খেলবেন আফগান ম্যাচে— শান্ত
২ অক্টোবর ২০২৩ ১৬:৪১ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৬:৪৩
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেই চোট পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলেননি তিনি। এমনকি দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচেও খেলছেন না। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচের টসে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ফিট হয়েছেন সাকিব, খেলবেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই।
৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে সাকিবকে যে পাওয়া যাবে সেটা আগেই নিশ্চিত করেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। টস করতে এসে তিনি জানালেন, ‘সাকিব আল হাসান শতভাগ ফিট। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই খেলবেন।’
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ইনজুরিতে সাকিব ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান