চোট পেয়েছেন মাহমুদউল্লাহ, খেলবেন না সাকিব
২ অক্টোবর ২০২৩ ১১:৪৬ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১২:৩২
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে খবর, ঐচ্ছিক অনুশীলনের সময় চোট পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে, সাবধানতা হিসেবে প্রথম প্রস্তুতি ম্যাচের মতো আজকের ম্যাচটাও খেলবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
গতকাল রোববার ঐচ্ছিক অনুশীলন করেছেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে মাহমুদউল্লাহও ছিলেন। ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের একটি বল আঘাত হানে মাহমুদউল্লাহর হাতে। পরে ফিজিও এসে পর্যবেক্ষণ করেছেন। মাহমুদউল্লাহ আর ব্যাটিং করেননি। জানা যায়, অভিজ্ঞ অলরাউন্ডারের চোটটা গুরুতর না।
এদিকে সাকিব আল হাসান চোট পেয়েছেন কদিন আগে। ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলা হয়নি তার। দলীয় সূত্রে খবর, সাবধানতা হিসেবে আজকের ম্যাচটাও খেলবেন না সাকিব। তবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে সাকিবকে যে পাওয়া যাবে সেটা আগেই নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার মোস্তাফিজুর রহমান শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ছিলেন না। মূলত বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের। আজকের ম্যাচে একাদশে থাকার কথা তাদের। মোস্তাফিজ ফিরলে আজ তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার কথা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে লংকানদের ২৬৩ রানেই আটকে দিয়ে পরে ৪১ ওভারেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএইচএস