Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টেইনের চোখে বিশ্বকাপের সেরা পাঁচ পেসার

স্পোর্টস ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ১৮:০৮

ভারত বিশ্বকাপ মাঠে গড়াতে সময় হাতে আছে আর মাত্র চারদিন। ভারত বিশ্বকাপে ব্যাটারদের দাপট থাকবে, তবে এবার চোখ থাকবে বোলারদের দিকেও। এবারের আসরে বাজিমাত করতে পারেন এমন পাঁচ বোলারের নাম জানালেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসার ডেল স্টেইন।

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন মনে করেন তার স্বদেশি কাগিসো রাবাদা দুর্দান্ত করবেন। এছাড়া তিনি তাকিয়ে থাকবেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইংল্যান্ডের মার্ক উডের দিকে। সেই সঙ্গে ভারতের মোহাম্মদ সিরাজের দিকেও নজর থাকবে তার।

বিজ্ঞাপন

আইসিসির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেন, উড, আফ্রিদি, বোল্ট, সিরাজ ও রাবাদা সবাই নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে উজ্জ্বল হয়ে উঠবে। তাদের বোলিং দেখার জন্য অপেক্ষায় আছেন তিনি।

নিজের পছন্দের পাঁচ পেসারের নামের তালিকায় সবার আগে ভারতের সিরাজের নাম নেন স্টেইন। তিনি বলেন, ‘আমার পাঁচ বোলার যাদের এই টুর্নামেন্টে নজর রাখতে হবে। ভারতের মোহাম্মদ সিরাজ, বল সুইং করিয়ে ভেতরে ঢুকাতে পারে। ভারতের মূল বোলার।’

স্বদেশী রাবাদাকে দুইয়ে রেখে স্টেইন বলেন, ‘কাগিসো রাবাদা-আমার অন্যতম প্রিয় বোলার। অনেক বাউন্স আদায় করতে পারে, দারুণ গতিময়। ভারতের কন্ডিশন তার খুব চেনা।’

ভারত পাকিস্তান লড়াইয়ের দিকে বাড়তি নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। আর সেই লড়াইয়ে বাড়তি ঘি ঢালবেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। রোহিত শর্মার সঙ্গে তার মাঠের লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবেন স্টেইনও। তিনি বলেন, ‘শাহিন শাহ আফ্রিদির বোলিং দেখার মতো কিছু হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মাকে বল করবে।’

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে নিয়ে অনেক বড় মন্তব্য করেছেন স্টেইন। বোল্ট এবার সর্বোচ্চ উইকেট পাবেন বলে বিশ্বাস তার, ‘ট্রেন্ট বোল্ট- বল ভেতরে ঢুকাতে পারে, দারুণ উইকেট টেকার। আমার মনে হয় এবার বিশ্বকাপে সে সর্বোচ্চ উইকেট পাবে।’

স্টেইনের তালিকার শেষ নামটি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের মার্ক উডের। ইংলিশ গতিময় পেসার এবার গতির ঝড় তুলবেন বলে অনুমান স্টেইনের, ‘মার্ক উড- এই লোকের প্রচণ্ড গতি আছে। অনেক উইকেট পায়। গতি দিয়ে ভীতি সঞ্চার করতে পারে।’

তবে গেল দুই বিশ্বকাপ মাতিয়ে রাখা পেসার মিচেল স্টার্কের নাম নেননি স্টেইন।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকান বোলার সেরা পাঁচ পেসার