Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথক ম্যাচে হেরেছে ম্যানসিটি ও ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
১ অক্টোবর ২০২৩ ০১:১৭

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে একদমই ভালো সময় যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৪টিতেই হেরে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রেড ডেভিলরা। যার শেষটি এলো ঘরের মাঠেই ক্রিস্টাল প্যালেসের কাছে। অন্যদিকে উড়ন্ত শুরুর পর মৌসুমে প্রথম হারের দেখা পেল সদ্যই ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। তারা হেরেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে।

শনিবার রাতে উলভসের মাঠে অনেক সুযোগ তৈরি করেও ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এটি তাদের প্রথম হার। আগের ৬ ম্যাচের সবকটিতে জিতেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে, নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড।

বিজ্ঞাপন

মৌসুমটা দুর্দান্ত শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে উড়তে থাকা ম্যান সিটিকে মাটিতে নামানো উলভস প্রথমার্ধের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে। ওই স্কোরলাইনে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের ত্রয়োদশ মিনিটে ম্যাচে সমতা টানেন হুলিয়ান আলভারেজ। এরপর ৬৬তম মিনিটে স্বাগতিকদের ফের লিড পাইয়ে দেন হি চ্যান হাং। বাকিটা সময় তা ধরে রেখে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে দলটি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উলভস

অন্যদিকে, একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচের ২৫তম মিনিটে প্যালেসের জোয়াকিম অ্যান্ডারসন করেন লক্ষ্যভেদ। সেটাই পরিণত হয় জয়সূচক গোলে। অনেক চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি রেড ডেভিলরা।

উলভসের কাছে হারের পরেও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া ইউনাইটেড নেমে গেছে ১০ নম্বরে। তাদেরকে টপকে নবম স্থান দখল করেছে প্যালেস। তাদের অর্জন ১১ পয়েন্ট। ত্রয়োদশ স্থানে উঠে আসা উলভসের পয়েন্ট ৭।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ উলভস বনাম ম্যানচেস্টার সিটি টপ নিউজ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর