Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার দল নয়, মাঝে মধ্যে অঘটন ঘটাতে পারে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৫ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ ১৫:৩২

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে ৭ অক্টোবর। নিজেদের প্রথম ম্যাচে সেদিন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার মতো দল নয় বাংলাদেশ। মাঝে মধ্যে কেবল অঘটন ঘটাতে পারে।

নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপের দলগুলোকে নিয়ে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণে আকাশ চোপড়া বলেন, ‘এই দল কতদূর যাবে? আমার তো মনে হয়, এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।’

বিজ্ঞাপন

‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও। দুইজন ভালো মানের অলরাউন্ডার (মিরাজ ও সাকিব) আছে। সত্যি কথা যদি বলি, সবকিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়। ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’

বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা নিয়ে কথা বলেছেন আকাশ চোপড়া। বাংলাদেশি ব্যাটারদের কম গড় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘বাংলাদেশের সেরা ব্যাটার এখনও সাকিব। কেননা সে আসলেই একজন অলরাউন্ডার। তামিম ইকবাল দুইশ’র ওপর ম্যাচ খেলে আট হাজারের বেশি রান করেছে। কিন্তু তার গড় মাত্র ৩৬ (৩৬.৬)। এমন না যে কখনো ৪০ ছিল না। লিটন ৭৭ ম্যাচে গড় ৩১ (৩১.৭)। তানজিদকে নিয়ে কথা বলব না, সে এখনও বাচ্চা। সাকিবের ৩৭ (৩৭.৪)। মুশফিক ২৫৬ ম্যাচ খেলে ৩৬ (৩৬.৮) গড়। হৃদয় ভালো খেলছে, তবে তাকেও এখনও বিবেচনা করো না। নাজমুল শান্তকেও এখনও বিবেচনা করার দরকার নেই।’

বিজ্ঞাপন

‘মাহমুদউল্লাহ রিয়াদ ২২১ ম্যাচ খেলার পরও গড় ৩৫ (৩৫.৩)। মিরাজ অলরাউন্ডার, ওর কথা বলা দরকার নেই। এদের কারোর গড়ই ৪০ অতিক্রম করেনি। আর এতো ম্যাচ খেলার পর যখন ৪০ অতিক্রম না করে, তাহলে বুঝতে হবে এটা ঠিক নয়। তাদের নিয়ে যেহেতু জিততে পারছে না ওরা, তাহলে অন্য কাউকে নিয়ে হয়তো জিতবে। কেননা আপনি যখন ৩১,৩২ কিংবা ৩৪ যাদের গড়, তাদের যখন আপনি বছরের পর বছর খেলিয়ে যাবেন, তখন নতুন কেউ এসে ৩০ গড়ে ব্যাট করলে সেটাকে ঠিকই মনে হবে। এভাবে পরের ক্রিকেটাররা উঠতে পারবে না।’-যোগ করেন আকাশ চোপড়া।

বিশ্বকাপের আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। গতকাল বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলংকার বিপক্ষে। লংকানদের বিপক্ষে ৭ উইকেটের দাপটে জয় পেয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর