Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের ইনজুরি ইস্যুতে স্বস্তির খবর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৯ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ ১৫:৩৬

ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পরা সাকিব আল হাসান বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে অনিশ্চিত, এমন খবর ছড়িয়ে পরেছিল। বাংলাদেশ দলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সেই শঙ্কা উড়িয়ে দিলেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে পূর্ণ সাকিবকেই পাওয়া যাবে বলেছেন সুজন।

বিশ্বকাপের আগে দলগুলো দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। গতকাল বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলেছে। চোটে পরা সাকিব ছিলেন না সেই ম্যাচে।

বিজ্ঞাপন

খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ঝুঁকি নিতে চায়নি বলেই প্রস্তুতি ম্যাচে সাকিবকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। সাবধানতা হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও হয়তো খেলবেন না সাকিব। তবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে সাকিব পূর্ণ ফিট হয়ে উঠবেন বলেছেন সুজন।

তিনি বলেন, ‘সাকিব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলবে। তার ইনজুরিটা বড় নয়। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সে ফিট হয়ে যাবে। সতর্কতা হিসেবে প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে।’

শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাতে খেলেননি নাজমুল হোসেন শান্ত ও মোস্তাফিজুর রহমানও। মোস্তাফিজকে পুরোপুরি বিশ্রাম দিয়েছিল দল। আর শান্তর বিষয়টা এমন ছিল যে, প্রয়োজন হলে তিনি ব্যাটিংয়ে নামতেন।

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। আগে বোলিং করে শ্রীলংকাকে ২৬৩ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। পরে ব্যাটিংটা হয়েছে আরও দুর্দান্ত। ৪২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে টাইগাররা।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই কাল দুর্দান্ত ব্যাটিং করেছেন। অনেকদিন অফ ফর্মে থাকা লিটন দাস ৬১ রান করেছেন। অপর ওপেনার তরুণ তানজিদ হাসান তামিম ৮৮ বলে ৮৪ রান করেন। তিনে নেমে মেহেদি হাসান মিরাজ ৬৪ বলে ৬৭ রান করেছেন।

সারাবাংলা/এসএইচএস

ইনজুরি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর