Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফিফ-রাব্বিদের নিয়ে বাংলাদেশের এশিয়ান গেমসের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৬

এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফিফ হোসেন ধ্রুব, ইয়াছির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়, সাইফ হাসানের মতো জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন এই দলে। ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসানকে।

চীনে গত ২৩ সেপ্টেম্বর মাঠে গড়িয়েছে এবারের এশিয়ান গেমস। আসরের নারী ক্রিকেট দলগুলোর খেলা এরই মধ্যে শেষ হয়েছে। তাতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। এবার ছেলেদের পালা।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। পুরুষ ক্রিকেটে অংশ নিবে মোট ১৪টি দল। আইসিসির র‌্যাংকিং হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। ভারত, পাকিস্তান ও শ্রীলংকাও সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

এশিয়ান গেমসের বাংলাদেশ দল

মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, সুমন খান, জাকের আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেন।

সারাবাংলা/এসএইচএস

এশিয়ান গেম ক্রিকেট এশিয়ান গেমস বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর