অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে মূল মঞ্চে বিশ্বচ্যাম্পিয়নরা
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৮ | আপডেট: ১ অক্টোবর ২০২৩ ১৬:২০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশে এনেছিল তরুণ টাইগাররা। ২০২০ সালে সেই দলের মূল খেলোয়াড়দের তালিকার ওপরের দিকেই ছিলেন দুই পেসার শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীরা টাইগারদের জার্সিতে মূল মঞ্চ মাতাবেন এই চার তরুণ তুর্কি।
পচেসফট্রুমে ২০২০ সালে ভারতকে উড়িয়ে দেওয়ার ম্যাচে বল হাতে তোপ ছুঁড়েছিলেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। সে সময় এই দুই পেসারের আগ্রাসনে নাস্তানাবুদ হয়েছিল ভারতের খেলোয়াড়রা। দুইজনই বল হাতে দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন। ব্যাট হাতে সেদিন তাওহিদ হৃদয় ব্যর্থ হলেও তানজিদ হাসান তামিম দারুণ এক উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন।
বিশ্বকাপ দলে দুর্দান্ত পারফর্ম করার পরেই এই দলের খেলোয়াড়রা নজর কাড়েন গোটা দেশের। এই চার ক্রিকেটারের ভেতর সবার আগে জাতীয় দলে সুযোগ মেলে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। ২০২১ সালে মে মাসে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এরপর এখন পর্যন্ত খেলেছেন ২২ ওয়ানডে। নামের পাশে ৩৫টি উইকেটও আছে। বিশ্বকাপের দল ঘোষণার আগেই তার দলে সুযোগ পাওয়াটা নিশ্চিত ছিল।
শরিফুলের পরে দলে ঢুকেন একে একে তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব। এই তিন ক্রিকেটারের অভিষেকই হয়েছে ২০২৩ সালে। টাইগারদের জার্সিতে ২০২৩ সালে মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় হৃদয়ের। এরপর থেকে জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। মিডল অর্ডারের ভরসার প্রতীক হয়ে উঠছেন ধীরে ধীরে।
এর মধ্যেই খেলে ফেলেছেন ১৭টি ওয়ানডে। নামের পাশে আছে ৫১৮ রান। সেঞ্চুরি না থাকলেও আছে ৫টি অর্দশতক। যেখানে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস রয়েছে ৩৭ গড়ে রান তোলা এই ব্যাটারের।
এশিয়া কাপে অভিষেক ঘটে জুনিয়র তামিম ও জুনিয়র সাকিবের। যদিও পাঁচটি ওডিআই খেলে ফেলা তানজিদ হাসান তামিম এখনও ব্যাট হাতে ঝলক দেখাতে পারেননি। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ের জন্য আস্থা রাখছেন তার ওপরেই। ৫টি ওয়ানডে খেলা জুনিয়র তামিম করেছেন মাত্র ৩৪ রান যেখানে সর্বোচ্চ রানের ইনিংস ১৬।
তামিমের পরে তানজিম হাসান সাকিবেরও অভিষেক হয় এশিয়া কাপে। ভারতের বিপক্ষে ম্যাচে দারুণ বল করে নজর কাড়েন এই পেসার। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও দারুণ বোলিং করেন তিনি। দুই ম্যাচ খেলে সাকিব নিয়েছেন দুটি উইকেট। তবে তার বোলিং পারফরম্যান্সে মুগ্ধ হয়েই বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ পেসার।
পচেসফট্রুম থেকে বিশ্বকাপের মূল মঞ্চে আলো ছড়ানোর অপক্ষায় এই চার তরুণ বিশ্ব চ্যাম্পিয়ন তুর্কি।
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামিম তানজিম হাসান সাকিব বাংলাদেশ বিশ্বকাপ দল শরিফুল ইসলাম