Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের টপ অর্ডারে আবারও ভন্ডুল দশা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১১

বিশ্বকাপ দলে তামিম ইকবাল থাকবেন কিনা গতকাল থেকে তেমন আলোচনা হঠাৎ চউর হয়েছে ক্রিকেটপাড়ায়। এই আলোচনার মধ্যেই ধুঁকছে তামিমহীন বাংলাদেশের টপ অর্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচটি বড় ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। অর্থাৎ আজ জিতলে কিউইদের সিরিজ জয় নিশ্চিত। সে হিসেবে আজ জয়টা খুব করেই দরকার বাংলাদেশের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অভিষিক্ত জাকির হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন আরেক তরুণ তানজিদ হাসান তামিম। দুজনের কেউই কিউই পেসের সামনে দাঁড়াতে পারেননি। অভিষিক্ত জাকির ৫ বল খেলে ১ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়েছেন। পরের ওভারে ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসান তামিম।

এরপর চারে নেমে বেশ ভালোই খেলছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ১৭ রান করে মিলনের বলে ফিরেছেন হৃদয়। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম টানছিলেন দলকে। লোকি ফার্গুসনের বলে দুর্ভাগ্যজনক ভাবে ফিরেছেন ২৫ বলে ১৮ রান করা মুশফিক।

ফার্গুসনের বল রক্ষণাত্মকভাবে খেলছিলেন মুশফিক। বল এক ড্রপ দিয়ে চলে যায় স্ট্যাম্পে। ফুটবলের মতো করে পা দিয়ে চেষ্টা করেও বল আটকাতে পারেননি মুশফিক। শুরু খেকে ধুঁকতে থাকা বাংলাদেশ ৮৮ রানের মাথায় হারিয়ে ফেলে চতুর্থ উইকেট। তারপর বাংলাদেশকে টানছেন ভারপ্রান্ত অধিনায়ক শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এই সিরিজ।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর