Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দলগুলো

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৭

দশম বিপিএলের আগ্রহের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল আজ। দেশি ২০৩ ও বিদেশি ৪৪৩ জনের নাম ছিল প্লেয়ার ড্রাফটে। সেখান থেকে পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটে ‘এ’ ক্যাটাগরির একজন ক্রিকেটারই ছিলেন, তিনি মুশফিকুর রহিম। প্রথম ডাকে মুশফিককে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের ফরচন বরিশাল। খুলনা প্রথম ডাকে নিয়েছে আফিফ হোসেন ধ্রুবকে।

লটারিতে প্রথম ডাকার সুযোগ পায় রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দল প্রথম ডাকে দলে নিয়েছে রনি তালুকদারকে। প্রথম ডাকে রংপুর রাইডার্স রনি তালুকদারকে, সিলেট স্ট্রাইকার্স মোহাম্মদ মিঠুনকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মৃত্যুঞ্জয় চৌধুরীকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তানজিদ হাসান তামিমকে এবং দুর্দান্ত ঢাকা সাইফ হাসানকে দলে নিয়েছে।

পরের ডাকে সৌম্য সরকারকে ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা ইরফান শুক্কুরকে, রংপুর রাইডার্স শামীম পাটোয়ারিকে, সিলেট স্ট্রাইকার্স ইয়াছির আলী রাব্বিকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সৈকত আলীকে, খুলনা টাইগার্স পারভেজ হোসেন ইমনকে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাহিদুল ইসরাম অঙ্কনকে দলে ভিড়িয়েছেন।

ধাপে ধাপে লটারির মাধ্যমে ডেকে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে, প্লেয়ার ড্রাফটে দল পাননি মুমিনুল হক, সাব্বির রহমান, মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটার।

ড্রাফট শেষে যেমন হলো দলগুলোর স্কোয়াড:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।

বিজ্ঞাপন

ড্রাফট: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।

দুর্দান্ত ঢাকা

ধরে রাখা ও সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, চতুরঙ্গা ডি সিলভা, সায়েম আইয়ুব, উসমান কাদির।

ড্রাফট: সাইফ হাসান, ইফরান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, মোহাম্মদ নাঈম, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহীদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজি।

ড্রাফট: তানজিদ হাসান, আল আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন, সালাউদ্দিন শাকিল।

খুলনা টাইগার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এনামুল হক, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনাঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

ড্রাফট: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন, হাবিবুর রহমান, কাসুন রাজিতা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম, আকবর আলী, সুমন খান।

রংপুর রাইডার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ড্রাফট: রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

বিজ্ঞাপন

ফরচুন বরিশাল

ধরে রাখা ও সরাসরি চুক্তি: মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ভেল্লালাগে।

ড্রাফট: মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, দিনেশ চান্ডিমাল।

সিলেট স্ট্রাইকার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি: মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, নাজমুল হোসেন, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর।

ড্রাফট: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান, আরিফুল হক, ইয়াসির আলী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন।

 

সারাবাংলা/এসএইচএস

দশম বিপিএল

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর