Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট বিশ্বকাপের মাঠ: অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৫:৫৮

৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে পর্দা উঠছে ১৩তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ১০ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপে সব দলই একে অপরের বিপক্ষে লড়বে। এরপর সেরা চার দল সরাসরি সেমিফাইনালে খেলবে। গ্রুপ পর্বের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে উত্তর প্রদেশের ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে।

স্টেডিয়ামের পরিচিতি ও ইতিহাস

ভারতের ১০ম প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারি বাজপেয়ীর নামানুসারে নামকরণ করা হয় উত্তর প্রদেশের এই স্টেডিয়ামের। ২০১৭ সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৫০ হাজার। ২০১৯ সালে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে এই স্টেডিয়াম।

বিজ্ঞাপন

ক্রিকেট বিশ্বকাপের মাঠ: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম

উইকেটের ধরন

অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত খুব বেশি হয়নি। মাত্র ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে এখানে। যার মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। আর বাকি ৭টি ম্যাচে জয়লাভ করেছে রান তাড়া করা দল।

প্রথম ইনিংসে এই স্টেডিয়ামে রানের গড় ২১৯ আর দ্বিতীয় ইনিংসে ২০১২।

অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ

উত্তর প্রদেশের লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে গ্রুপ পর্বের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব

  • বিশ্বকাপের ১০ম ম্যাচ

১২ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা

  • বিশ্বকাপের ১৪তম ম্যাচ

১৬ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন
  • বিশ্বকাপের ১৯তম ম্যাচ

২১ অক্টোবর, সকাল ১টা, নেদারল্যান্ডস বনাম শ্রীলংকা

  • বিশ্বকাপের ২৯তম ম্যাচ

২৯ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, ভারত বনাম ইংল্যান্ড

  • বিশ্বকাপের ৩৪তম ম্যাচ

৩ নভেম্বর, দুপুর ২টা ৩০ মিনিট, নেদারল্যান্ডস বনাম আফগানিস্তান

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়াম ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টপ নিউজ বিশ্বকাপ ভেন্যু ভারত বিশ্বকাপ ২০২৩ স্টেডিয়াম স্টেডিয়াম পরিচিতি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর