১৫ বছর পর বাংলাদেশে জিতল নিউজিল্যান্ড
২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৪
বাংলাদেশে এসে জয় পাওয়ার স্বাদটা ভুলতেই বসেছিল নিউজিল্যান্ড। সর্বশেষ সেই ২০০৮ সালে বাংলাদেশে এসে বাংলাদেশকে হারিয়েছিল কিউইরা। ভুলে যাওয়া সেই স্বাদটা আজ পেল নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছেন কিউইরা।
আগে ব্যাটিং করে ২৫৪ রান তোলে নিউজিল্যান্ড। মিরপুরের পিচ আজ যেমন আচরণ করছে তাতে এই সংগ্রহকে চ্যালেঞ্জিংই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা জিততে পারেনি বাংলাদেশ।
অনেকদিন পর দলে ফিরে রান পেয়েছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। কিন্তু বাকিরা পুরোপুরি ব্যর্থ। তাতে ১৬৮ রানেই গুটিয়ে গিয়ে ৮৬ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আজ জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৫৪ রানের জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। লিটন দাস আবারও ব্যর্থ। ১৬ বল খেলে লিটন ফিরেছেন ৬ রান করে। তিনে নামা তানজিদ হাসান তামিম বেশ ভালোই খেলছিলেন। লিটনকে হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে ২৮ বলে ৪১ রান তুলেছিলেন তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল। কিন্তু ইশ শোধি বোলিংয়ে আসতেই যেন সব উলট-পালট হয়ে গেল।
একপ্রান্ত থেকে নিয়মিত বোলিং করেছেন শোধি, নিয়মিত উইকেটও তুলে নিয়েছিলেন। ১০ ওভার বোলিং করে ৩৯ রান খেলে ৬টি উইকেট নিয়েছেন শোধি। বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্পিনারের এটাই সেরা বোলিং। এশিয়ার মাটিতে এশিয়ার বাইরের কোনো স্পিনারেরও সেরা বোলিং এটি।
শোধি প্রথম ধাক্কাটা দেন তানজিদ তামিমকে ফিরিয়ে। ১২ বলে ১৬ রান করা তানজিদকে লোকি ফার্গুসনের ক্যাচ বানান শোধি। চারে নামা সৌম্য সরকারকেও ফেরান সেই একই ওভারে। তবে একপ্রান্তে দারুণ খেলছিলেন তামিম ইকবাল। অনেকদিন পর দলে ফেরা তামিম বেশ সাবলীল খেলছিলেন।
সেই ইশ শোধির ওয়াইড বল লেগে খেলতে গিয়ে ফিফটির আগমুহূর্তে ফিরেছেন তামিম। ৫৮ বল খেলে ৭টি চারের সাহায্যে ফিরেছেন ৪৪ রান করে। মাঝের ওভারগুলোতে শেখ মাহেদিকে নিয়ে বেশ ভালো একটা জুটি গড়ে তোলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ তাতে ঘুরেও দাঁড়ায়।
মাহমুদউল্লাহও খেলছিলেন বেশ সাবলীল। ইনিংসের শুরুর দিকে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। তবে পরে টপাটপ উইকেট পরে দল চাপে পরে গেলে খেলেছেন দেখেশুনে। দারুণ খেলতে থাকা মাহমুদউল্লাহ ফিরেছেন ফিফটি পূর্ণ হওয়ার ঠিক ১ রান আগে।
৭৬ বল খেলে ৪টি চার ১টি ছয়ে ৪৯ রানে ফিরেছেন রিয়াদ। বাংলাদেশের জয়ের আশা সেখানেই শেষ হয়েছে। শেষ দিকে নাসুম আহমেদ ৩০ বল ২১ রানের একটা ইনিংস খেললেও সেটাও কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
এর আগে টম ব্লান্ডেল ও হেনরি নিকোলাসের ব্যাটে আড়াইশর ওপর সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ৬৬ বলে ৬টি চার ১টি ছয়ে ৬৮ রান করেন ব্লান্ডেল। হেনরি নিকোলাস ৪৯ রান করেছেন ৬১ বল খেলে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এই সিরিজ।
সারাবাংলা/এসএইচএস