Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট বিশ্বকাপের মাঠ: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩২ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৫:৫৮

৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে পর্দা উঠছে ১৩তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ১০ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপে সব দলই একে অপরের বিপক্ষে লড়বে। এরপর সেরা চার দল সরাসরি সেমিফাইনালে খেলবে। এবারের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

স্থানীয়রা এখনো এই স্টেডিয়ামকে কোটলা স্টেডিয়াম নামেই ডেকে থাকেন

স্থানীয়রা এখনো এই স্টেডিয়ামকে কোটলা স্টেডিয়াম নামেই ডেকে থাকেন

স্টেডিয়ামের পরিচিতি ও ইতিহাস

ভারতের ইতিহাসের সবচেয়ে পুরাতন স্টেডিয়ামের ভেতরে একটি দিল্লির এই স্টেডিয়ামটি। কলকাতার ইডেন গার্ডেনের পরে ভারতের ইতিহাসের সবচেয়ে পুরাতন স্টেডিয়াম এটি। ১৮৮৩ সালে যখন এই স্টেডিয়ামের উদ্বোধন হয় তখন নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এরপর ২০১৯ সালে দিল্লির এই ঐতিহাসিক স্টেডিয়ামটির নামকরণ করা হয় অরুণ জেটলি স্টেডিয়াম। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৪৮ হাজার।

বিজ্ঞাপন

স্থানীয়রা এখনো এই স্টেডিয়ামকে কোটলা স্টেডিয়াম নামেই ডেকে থাকেন। দিল্লির কোটলা দূর্গের কাছেই অবস্থিত হওয়ায় এই স্টেডিয়ামের ডাক নাম কোটলা। ১৯৪৮ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই স্টেডিয়ামের অভিষেক হয়। ভারতের জন্য এই স্টেডিয়ামটি বেশ সৌভাগ্যের ধারনা করা হয়। ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারত টানা সাতটি টেস্ট জিতেছিল এখানে। এমনকি নিজেদের শেষ ১০টি টেস্টে এই স্টেডিয়ামে ভারত ৯টিতেই জিতেছে আর বাকি একটি ড্র করেছে। ২০০৫ সাল থেকে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ভারতের ওয়ানডে ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে, যেখানে নেই কোনো হার।

বিজ্ঞাপন
বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

উইকেটের ধরন

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামটি ঐতিহাসিকভাবেই ব্যাটারদের সুবিধা দিয়ে আসছে। অর্থাৎ এই স্টেডিয়ামটি ব্যাটিং স্বর্গ নামেই পরিচিত। তবে ২০০৯ সালে ভারত ও শ্রীলংকার মধ্যকার একটি ওয়ানডে চলাকালীন ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় আম্পায়াররা। কারণ হিসেবে জানিয়েছিল স্টেডিয়ামের উইকেট খেলার উপযুক্ত নয়। এরপর স্টেডিয়ামটিকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।

এখন পর্যন্ত এই স্টেডিয়ামে ২৮টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে প্রথমে ব্যাট করা দলের জয়ের সংখ্যা ১৩টি আর ১৪টি জিতেছে পরে ব্যাট করা দল। অরুণ জেটলি স্টেডিয়ামের প্রথম ইনিংসের রানের গড় ২২৩ আর দ্বিতীয় ইনিংসে ২০৩।

অরুণ জেটলি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ

দিল্লির এই স্টেডিয়ামটি এবার বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।

বিশ্বকাপের গ্রুপ পর্ব

  • বিশ্বকাপের ৪র্থ ম্যাচ

৭ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলংকা

  • বিশ্বকাপের ৯ম ম্যাচ

১১ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, ভারত বনাম আফগানিস্তান

  • বিশ্বকাপের ১৩তম ম্যাচ

১৫ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, ইংল্যান্ড বনাম আফগানিস্তান

  • বিশ্বকাপের ২৪তম ম্যাচ

২৫ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস

  • বিশ্বকাপের ৩৮তম ম্যাচ

৬ নভেম্বর, দুপুর ২টা ৩০ মিনিট, বাংলাদেশ বনাম শ্রীলংকা

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস

অরুণ জেটলি স্টেডিয়াম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টপ নিউজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বিশ্বকাপ ভেন্যু ভারত বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর