Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনার গোল উৎসব, ম্যানসিটির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৯

গেল দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে অবনমিত হয় বার্সেলোনা। এবার তাই কাতালানদের সামনে ঘুরে দাঁড়ানোর পালা। যার শুরুটা রয়্যাল অ্যান্টওয়ার্পকের বিপক্ষে দুর্দান্তভাবে করেছে বার্সা। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা ক্লাবটির জালে পাঁচবার বল পাঠিয়েছে বার্সা। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ এক জয় তুলে নিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে নিজেদের মাঠ লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। কাতালানদের হয়ে জোড়া গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড জাও ফেলিক্স। একবার করে জাল খুঁজে নেন রবার্ট লেভান্ডোফস্কি ও গাভি। বাকি গোলটি আত্মঘাতী।

অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায় হুলিয়ান আলভারেজের নৈপুণ্যে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম জয় দিয়েই শুরু করল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার ক্লাব সারভেনা জভেজদাকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেই সমতায় ফেরানোর পর সিটিজেনদের এগিয়ে দেন আলভারেজ। এরপর ব্যবধান বাড়ান রদ্রি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তিরা পিছিয়ে পড়েছিল ওসমান বুকারির গোলে।

রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ সাজাতে থাকে বার্সেলোনা। গোটা ম্যাচে ৭০ শতাংশ সময়ে বল পায়ে রাখে বার্সা। তারা প্রতিপক্ষের গোলমুখে ২২টি শট নিয়ে লক্ষ্যে রাখে নয়টি। অন্যদিকে, বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পের তিনটি শটের মধ্যে কেবল একটি ছিল লক্ষ্যে।

ম্যাচের একাদশ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দিয়ে উল্লাসে মাতান ফেলিক্স। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ধারে বার্সেলোনায় নাম লেখানোর পর চ্যাম্পিয়নস লিগে প্রথমবার নেমেই গোলের স্বাদ নেন তিনি। জার্মান মিডফিল্ডার ইয়াকি গুন্দোয়ান ডি-বক্সের ভেতর খুঁজে নেন তাকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের গড়ানো শটে জাল কাঁপান তিনি। এরপর দূরের পোস্টে থেকে ভলি করে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডোফস্কি। ২২তম মিনিটে বার্সার পক্ষে স্কোরলাইন ৩-০ দাঁড়ায় সফরকারীদের ডিফেন্ডার ইয়েলা বাতাইলিয়ার আত্মঘাতী গোলে। বামদিক থেকে রাফিনহার ক্রসে বল তার গায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট ছুঁয়ে জালে প্রবেশ করে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই ৫৪তম মিনিটে বাঁ পায়ের তীব্র গতির শটে গোল করেন গাভি। ৬৬তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ক্রসে অসাধারণ হেডে কাছের পোস্ট দিয়ে ফের লক্ষ্যভেদ করেন ফেলিক্স। তাতেই ৫-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় বার্সেলোনার। গ্রুপ এইচ এর আরেক ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক নিজেদের মাঠে ৩-১ গোলে হেরেছে এফসি পোর্তোর কাছে।

এদিকে সদ্যই ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়নি। ৪৫তম মিনিটে মিরকো ইভানিচের পাসে লক্ষ্যভেদ করেন বুকারি। গোলমুখে এটাই ছিল জভেজদার প্রথম শট। শুরুতে অবশ্য অফসাইডের নির্দেশ করেন সহকারী রেফারি। তবে ভিএআরের সাহায্য নেওয়া হলে পাল্টে যায় ওই সিদ্ধান্ত।

দ্বিতীয়ার্ধেও একই ধাঁচে খেলতে থাকা সিটি হয়ে ওঠে ক্ষুরধার। ফের খেলা শুরুর পর দ্বিতীয় মিনিটেই স্কোরলাইন ১-১ করেন আলভারেজ। হালান্ডের পাসে বাইলাইনের কাছ থেকে ডান পায়ের কোণাকুণি শটে নিশানা ভেদ করেন তিনি। পাঁচ মিনিট পর ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার বল জালে পাঠালেও তা অফসাইডের জন্য বাতিল হয়।

৬০তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। তার ফ্রি-কিক পাঞ্চ করার চেষ্টায় বলে ঠিকমতো হাত ছোঁয়াতে ব্যর্থ হন গ্লেজার। অথচ দুর্দান্ত কিছু শট আটকে দেওয়া গোলরক্ষকের জন্য সেটা নিতান্ত সাধারণ একটি সেভ হওয়ার কথা ছিল।

৭৩তম মিনিটে গার্দিওলার দল আরামদায়ক অবস্থানে পৌঁছে যায় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কল্যাণে। ইংলিশ মিডফিল্ডার ফোডেনের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণদেয়ালের ফাঁক গলে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান। বাকি সময়ে গোল হওয়ার মতো আর কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়নি।

গ্রুপ জি এর আরেক ম্যাচে ইয়াং বয়েজকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে জার্মানির আরবি লাইপজিগ।

চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনের অন্যান্য ম্যাচও ছড়িয়েছে উত্তেজনা। এসি মিলানের মাঠে গোলশূন্য ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেড। লাৎজিওর মাঠে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে কিলিয়ান এমবাপের গোলে বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর