ক্রিকেট বিশ্বকাপের মাঠ: রাজীব গান্ধী স্টেডিয়াম
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৪ | আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৫:৫৮
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৫ অক্টোবর মাঠে গড়াতে যাচ্ছে। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের জন্য মোট ১০টি স্টেডিয়াম প্রস্তুত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে অন্যতম হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। এবারের বিশ্বকাপে দুটি প্রস্তুতি ম্যাচ ছাড়া মূল পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।
স্টেডিয়ামের পরিচিতি ও ইতিহাস
২০০৪ সালে উদ্বোধন হয় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের। এই মাঠের অপর নাম বিশাকা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধনের পর ২০০৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হয় এই স্টেডিয়ামে। ভারতও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখায় এই স্টেডিয়াম। ৩৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত বেশ ভুগিয়েছে স্বাগতিক ভারতকে। নিজেদের খেলা পাঁচটি ওয়ানডের মধ্যে তিনটিতেই হেরেছে ভারত। তবে তিনটি টেস্টের মধ্যে দুটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা।
উইকেটের ধরন
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠ হিসেবে এই স্টেডিয়াম ব্যবহার করে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ব্যবহার হয়নি এই স্টেডিয়ামটি। তাই তো এই স্টেডিয়ামের উইকেট নিয়ে বিশেষ কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা। তবে সাধারণত এই স্টেডিয়ামের উইকেট ফ্ল্যাট হয়ে থাকে। অর্থাৎ ব্যাটারদের অনুকূলেই থাকে। কিন্তু ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট কিছুটা ধীর হতে থাকে। আর ম্যাচ যত বেশি গড়ায় ততই স্পিনার এবং পেসাররা উইকেট থেকে সাহায্য পেতে থাকে।
এখন পর্যন্ত মোট পাঁচটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। যেখানে প্রথমে ব্যাট করা দল জিতেছে দুটিতে আর পরে ব্যাট করা দল জিতেছে দুটি ম্যাচে। ওয়ানডেতে এখন পর্যন্ত অনুষ্ঠিত মোট ৭ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল আর তিনটিতে জিতেছে পরে ব্যাট করা দল। এই স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় রান ২৮৮ আর দ্বিতীয় ইনিংসের গড় রান ২৬২ রান। স্টেডিয়ামে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ভারতের বিপক্ষে ৩৫০ তুলেছিল অস্ট্রেলিয়া। আর সর্বোনিম্ন দলীয় সংগ্রহ ১৭৪ ভারতের বিপক্ষে ইংল্যান্ডের। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ভারতের বিপক্ষে ২৫২ রান তাড়া করে জয় করেছিল দক্ষিণ আফ্রিকা।
রাজীব গান্ধী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। এছাড়াও দুটি প্রস্তুতি ম্যাচ হবে স্টেডিয়ামটিতে। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচই পাকিস্তানের।
প্রস্তুতি ম্যাচ
- তৃতীয় প্রস্তুতি ম্যাচ
২৯ সেপ্টেম্বর, দুপুর ২টা ৩০ মিনিট, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
- ১০ম প্রস্তুতি ম্যাচ
৩ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, ভারত বনাম পাকিস্তান
বিশ্বকাপের গ্রুপ পর্ব
- বিশ্বকাপের ২য় ম্যাচ
৬ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, পাকিস্তান বনাম নেদারল্যান্ডস
- বিশ্বকাপের ৬ষ্ঠ ম্যাচ
৯ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস
- বিশ্বকাপের ৮ম ম্যাচ
১০ অক্টোবর, দুপুর ২টা ৩০ মিনিট, পাকিস্তান বনাম শ্রীলংকা
ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বিশ্বকাপ ভেন্যু ভারত বিশ্বকাপ রাজীব গান্ধী স্টেডিয়াম স্টেডিয়াম