Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকাকে গুঁড়িয়ে এশিয়া কাপে ৮ম শিরোপা জিতল ভারত

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৪

কাজটা আগেই সেরে রেখেছিলেন ভারতীয় বোলাররা। শ্রীলংকাকে মাত্র ৫০ রানে অল আউট করেছিল মোহাম্মদ সিরাজরা। ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৬.১ ওভারেই জয় তুলে নেয় ভারত। ১০ উইকেটের জয়ে ৮ম বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরের তুললো ভারত।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে দুই দল মিলিয়ে খেলা হলো মাত্র ২১.১ ওভার। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায় শ্রীলংকা। ৫১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বল খেলতে হয় ইশান কিষাণ আর শুভমন গিলের। তাতেই ভারত পেয়ে যায় ১০ উইকেটের জয়। এশিয়া কাপের আসরে এটিই কোনো দলের সর্বনিম্ন পুঁজি, সব মিলিয়ে নবম সর্বনিম্ন আর লংকানদের নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।

বিজ্ঞাপন

এবারের এশিয়া কাপের ফাইনাল উত্তেজনা ছড়ানোর আগেই শেষ। ম্যাচের প্রথম পাঁচ ওভারের ভেতরেই নিজেদের আয়ত্তে নিয়ে নেয় ভারত। মোহাম্মদ সিরাজ আর জাসপ্রিত বুমরাহর বোলিং তোপের মিউখে অসহায় আত্মসমর্পণ করেন শ্রীলংকার ব্যাটাররা। আ শেষে হার্দিক পান্ডিয়াও নিজের ঝলক দেখান।

হাইব্রিড পদ্ধতিতে শ্রীলংকায় এবারের এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। বৃষ্টির জন্য নির্ধারিত সময়েরও আধা ঘণ্টারও বেশি সময় পরে শুরু হয় খেলা। আর খেলা শুরু হতেই ভারতীয় পেস তোপের মুখে বিধ্বস্ত হয় লংকানরা। মোহাম্মদ সিরাজের রেকর্ড গড়া বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ লংকান ব্যাটারদের। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয় শ্রীলংকা।

৭ ওভারে একটি মেইডেন দিয়ে ২১ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। আর তাতেই ধসে পড়ে লংকানদের ব্যাটিং ইনিংস।

বিজ্ঞাপন

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক দাসুন শনাকা। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় লংকানদের। শুরুতেই জাসপ্রিত বুমরাহ উইকেট তুলে নেন। প্রথম ওভারে কুশল পেরেরাকে তুলে নেন জাসপ্রিত বুমরাহ। এরপর ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে এসেই শ্রীলংকানদের ব্যাটিং অর্ডার লণ্ডভণ্ড করে দিলেন মোহাম্মদ সিরাজ। এক ওভারে মাত্র চার রান দিয়ে তুলে নিলেন চারটি উইকেট।

দুর্দান্ত বোলিং করতে থাকা সিরাজের দ্বিতীয় ওভার। আঁটসাঁট বোলিংয়ের যেমন অবদান, তেমনই অবদান রবীন্দ্র জাদেজার দারুণ ক্যাচেরও। ড্রাইভ করতে চেয়েছিলেন পাথুম নিশাঙ্কা, কিন্তু যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়নি। বল গেছে পয়েন্টে। ডানদিকে ডাইভ দিয়েই লুফে নিলেন দুর্দান্ত একটি ক্যাচ।

পরের বলটি ডট দিলেন সামারাবিক্রমা। তৃতীয় বলে সামারাবিক্রমার পায়ে বল লাগার সঙ্গে সঙ্গেই আবেদন আর তাতেই রিচার্ড ইলিংওর্থ আঙুল তুলে আউট জানিয়ে দিলেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সামারাবিক্রমা। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে ফুললেংথের। ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলেছেন আসালাঙ্কা। লংকানরা হারাল চতুর্থ উইকেট। স্কোরবোর্ডে রান তখনও মাত্র ৮।

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সিরাজ। তবে হ্যাটট্রিক বলে পাঞ্চ করে বাউন্ডারি হাঁকান ধনাঞ্জয়া ডি সিলভা। সেটি গিয়েছিল লং অনে। বোলিংয়ের ফলো থ্রু থেকে নিজেই ছুটেছিলেন সিরাজ। সঙ্গে অবশ্য গিয়েছিলেন কিষানও। তবে শেষ পর্যন্ত বাউন্ডারি আটকাতে পারেননি সিরাজ। হ্যাটট্রিকটা হাতছাড়া হলো ইন্ডিয়ান এই পেসারের। তবে শেষ বলেও দেখালেন তার তোপ।

অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়েছেন ডি সিলভা। উইকেটের পেছনে গেছে ক্যাচ। ইনিংসের চতুর্থ ওভারে চার রান খরচায় সিরাজ নিলেন ৪ উইকেট। ১২ রানে শ্রীলংকা হারাল পঞ্চম উইকেট।

এক ওভার বিরতিতে বল হাতে আবারও আসেন সিরাজ। এসেই প্রথম তিনটি বল ডট দেন। এরপর চতুর্থ বলে দাসুন শনাকাকে বোল্ড করে পূর্ণ করেন পাঁচ উইকেটের কোটা। শ্রীলংকা মাত্র ১২ রানে হারায় ৬ উইকেট। সিরাজের থলিতেই ওঠে পাঁচটি উইকেট।

এরপর একে একে কুশল মেন্ডিস এবং দিমুথ ওয়েলালেগকে শিকারে পরিণত করেন মোহম্মদ সিরাজ। শেষ দিকে দাসুন হেমন্থ প্রতিরোধ গড়লে লজ্জার হাত থেকে রক্ষা পায় লংকানরা। নিজেদের ইতিহাসের সর্বোনিম্ন ৪৩ রানের স্কোর পেরিয়ে শেষ পর্যন্ত ৫০ রানে থামে লংকানদের ইনিংস। শেষ তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। লংকানদের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। এছাড়া দাসুন হেমন্থ ১৩ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে ঢুকতে পারেননি।

যে ম্যাচে কোন দল ৫০ রানে গুটিয়ে যায় সেই ম্যাচে ব্যাটিং নিয়ে লেখার আসলে কিছু নেই। কাজটা করেছেন সিরাজ, তাকে সঙ্গত করেছেন বুমরাহ আর হার্দিক।

৭ ওভার বল করে মাত্র ২১ রানে ৬ উইকেট নেন সিরাজ, প্রথম উইকেট কেবল নিয়েছিলেন বুমরাহ। শেষের তিন উইকেট আবার তুলেছেন হার্দিক, তাও মাত্র ৩ রান দিয়ে।

জবাবে এদিন নিয়মিত ওপেনার শুভমন গিলের সঙ্গে ব্যাট হাতে আসেননি অধিনায়ক রোহিত শর্মা। তার বদলে উদ্বোধনী জুটিতে আসেন ইশান কিষাণ। গিল এবং কিষাণ মিলে মাত্র ৩৭ বলেই তুলে নেন দলের জয়। ইশান কিষাণ ২৩ আর ২৭ রান করেন শুভমন গিল।

এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ ২০২৩ টপ নিউজ ফাইনাল ভারত চ্যাম্পিয়ন ভারত বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর