Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, ফিরলেন মাহমুদউল্লাহ-তামিম-সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও অনেকদিন ইনজুরির কারণে বাইরে থাকা তামিম ইকবাল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের পরপরই ক্রিকেট বিশ্বকাপ। ফলে দলের নিয়মিত ক্রিকেটাররা বিশ্রামে থাকতে পারেন সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া যাচ্ছিল। দল ঘোষণাতেও তার প্রতিফলন দেখা গেল। দু’একজন বাদে দলের নিয়মিত প্রায় সবাইকেই রাখা হয়েছে বিশ্রামে।

বিজ্ঞাপন

অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজসহ নিয়মিত পেস ডিপার্টমেন্টের সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অনেকদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালের ফেরাটা অনুমিতই ছিল। এশিয়া কাপে মিডল অর্ডারে তরুণদের ব্যর্থতার কারণে অভিজ্ঞ মাহমুদউল্লাহও দলে ফিরতে পারে তেমন আভাসও পাওয়া যাচ্ছিল। পেস অলরাউন্ডার হিসেবে সৌম্য সরকারকেও বাজিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, স্পিনার রিশাদ হোসেন ও পেসার খালেদ আহমেদও।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হেসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর