Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে ফাইনাল খেলা হচ্ছে না থিকশানার

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৪

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ২০২৩ এর ফাইনালে উঠেছে শ্রীলংকা। তবে ফাইনালের আগেই বড় ধাক্কা লংকান দলে। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম সেরা তারকা মহেশ থিকশানা। শনিবার লংকান অধিনায়ক দাসুন শানাকা জানান, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই স্পিনার।

২৩ বছর বয়সী থিকশানা সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ জয়ের ম্যাচে চোট পান। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না লংকানরা।

বিজ্ঞাপন

কলম্বোতে শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে শানাকা বলেন, ‘সে (থিকশানা) এই ম্যাচে খেলতে পারবে না। তার তৃতীয় গ্রেডের ইনজুরি হয়েছে। কিন্তু বিশ্বকাপে সে খেলবে।’

লংকানদের তরুণ বোলিং আক্রমণের এক প্রকার নেতৃত্বই দিচ্ছেন থিকশানা। এশিয়া কাপে পাঁচ ম্যাচে নিয়েছেন আট উইকেট। তার অনুপস্থিতিতে স্কোয়াডে যোগ দেবেন টপ অর্ডার ব্যাটার সহন আরাচিগে। থিকশানা থাকবেন পুনর্বাসনে। জানিয়েছে লংকান ক্রিকেট।

১১তম এশিয়া কাপ ফাইনাল খেলতে নামার মুহূর্তে রোমাঞ্চিত গোটা লংকান দল। এ ব্যাপারে দলের অধিনায়ক শানাকা বলেন, ‘সবাই দেশের জন্য নিজেদের সেরাটা দিতে চায়। আন্ডারডগ হিসেবে আমরা খেলছি, বড় মঞ্চে সবাই পারফর্ম করতে চায়। এই তরুণরা বিশ্বকে তাদের সামর্থ্য দেখাতে চায়।’

এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।

সারাবাংলা/এসএস

ইনজুরি এশিয়া কাপ ২০২৩ মাহেশ থিকশানা শ্রীলংকা বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর