রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ
১৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩২
এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তবে শেষটা ভালো হলো সাকিব আল হাসানের দলের। আজ নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২৬৫ রান তুলেছিল টাইগাররা। পরে ভারতীয়দের ২৫৯ রানে গুটিয়ে দিয়ে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
২৬৫ রানের পুঁজি নিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুটা হয়েছিল দুর্দান্ত। নতুন বলে দুই উইকেট তুলে নেন সাকিব। পরে স্পিনাররাও নিয়মিত উইকেট এনে দেন।
কিন্তু ভারতের একাদশে ব্যাটার ছিলেন নয় নম্বর পজিশন পর্যন্ত! অপর দিকে ওপেনার শুভমান গিল দুর্দান্ত এক সেঞ্চুরি করে ক্রিজে ছিলেন অনেকক্ষণ। শেষ দিকে অক্ষর প্যাটেল যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল ‘বাংলাদেশকে বুঝি আজও হতাশ হতে হবে’। কিন্তু মোস্তাফিজুর রহমান শেষ দিকে দারুণ বোলিং করলেন। তানজিম সাকিব শুরুর মতো শেষ দিকেও ছিলেন দুর্দান্ত। সব মিলিয়ে ভারতকে ২৫৯ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। ভারত আগেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বলে আজ দলের নিয়মিত খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। এই তালিকায় বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদবরা ছিলেন।
বাংলাদেশও বেশ কয়েকজন ক্রিকেটারকে আজ বিশ্রাম দিয়েছে। সামনেই বিশ্বকাপ, ফলে টানা খেলার ধকল এড়াতে পেস ডিপার্টমেন্টের পুরোটাকেই বিশ্রামে রেখেছে বাংলাদেশ। খেলেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। বেঞ্চের শক্তিই আজ বাজিমাত করে দিল। বিশেষ করে অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব মুগ্ধ করেছেন। মোস্তাফিজুর রহমানও শেষের ওভারগুলোতে ভালো বোলিং করেছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৬৫ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব। নিজের দ্বিতীয় ওভারে তিলক ভার্মাকেও ফেরান সাকিব। লোকেশ রাহুল (১৯), ইশান কিষানকে (৫) থিতু হতে দেননি মেহেদি হাসান মিরাজ ও শেখ মাহেদি। ওপেনিংয়ে নামা শুভমান গিল অপরপ্রান্তে ছিলেন অবিচল।
ছোট ছোট জুটি গড়ে ভারতকে টানছিলেন তিনি। পঞ্চম উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন গিল। সাকিব আল হাসান যাদবকে (৩৪ বলে ২৬) ফেরালে বড় ধাক্কা খায় ভারত। খানিক বাদে মোস্তাফিজুর রহমান রবীন্দ্র জাদেজাকে বোল্ড করলে ম্যাচ হেলে পরে বাংলাদেশের দিকে।
কিন্তু অক্ষর প্যাটেলকে নিয়ে আবারও জুটি গড়েন শুভমান গিল। দলীয় ২০৯ রানের মাথায় সেই গিলকে ফেরান শেখ মাহেদি হাসান। ১৩৩ বল খেলে ৮টি চার, ৫টি ছক্কায় ১২২ রান করে ফেরেন গিল। তারপর দাঁড়িয়ে যান অক্ষর প্যাটেল। শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামিদেরকে নিয়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন তিনি।
কিন্তু মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের শেষ দিকের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ম্যাচ জেতাতে পারেননি অক্ষর। ৪৯.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে গেছে ভারত। অক্ষর ৩৪ বলে ৩টি চার ২টি ছয়ে ৪২ রানে আউট হয়েছেন।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৮ ওভারে ৫০ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। তানজিদ হাসান সাকিব ৭.৫ ওভারে মাত্র ৩২ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। শেখ মাহেদি ৫০ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।
এর আগে সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়ের দুই হাফ সেঞ্চুরি ও নাসুম আহমেদের ক্যামিওতে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ৫৯ রানে চতুর্থ উইকেট হারানো বাংলাদেশের হয়ে পঞ্চম উইকেটে ১০১ রানের জুটি গড়েন সাকিব-হৃদয়।
৮৫ বলে ৫টি চার ৩টি ছয়ে ৮০ রান করে ফেরেন সাকিব। ৮১ বলে ৫টি চার ২টি ছয়ে ৫৪ রান করেন হৃদয়। শেষ দিকে নাসুম আহমেদ ৪৫ বলে ৪৪ ও শেখ মাহেদি ২৩ বলে ২৯ রান করলে আড়াইশ পেরিয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস