Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৯

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। তাই তো সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটি কেবলই নিময়রক্ষার। বাংলাদেশের বিদায় নিশ্চিত আর আগেই ফাইনালে উঠেছে ভারত। এমন পরিস্থিতিতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, আনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, তিলক ভার্মা, ইশান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষত প্যাটেল, শার্দূল ঠাকুর,মোহাম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

এশিয়া কাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। আর অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাচ্ছে এশিয়া কাপ।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ বনাম ভারত সুপার ফোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর