Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব দায়িত্ব তো আমার না: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩১

চলতি এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছে-তা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে আফগানিস্তানের বিপক্ষে মাত্র একটাতে জিততে পেরেছে সাকিব আল হাসানের দল। যাতে ফাইনালের স্বপ্ন শেষ। অথচ এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশের ছিল বড় স্বপ্ন।

আগামীকাল ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। যেটা এখন শুধুই নিয়মরক্ষার। ভারত ম্যাচের আগে অধিনায়ক সাকিব আল হাসান যেন অযথাই ‘মেজাজ’ হারালেন!

বৃষ্টির কারণে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনটা হলো হোটেলের লবিতেই। যেখানে বারবার বাঁকা কথায় উত্তর দিলেন সাকিব, সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে গেলেন। সামনেই বিশ্বকাপ, ফলে কদিন পর দেশের মাটিতে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে দলের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে এমন আলোচনা শোনা যাচ্ছে। শ্রীলংকা ম্যাচের পর সাকিব নিজেও সেই ইঙ্গিত দিয়েছিলেন।

আজ সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘কই শুনলেন? আপনার সঙ্গে এটা নিয়ে কে আলোচনা করছে? শোনা কথা আমাকে বলবেন না।’

এশিয়া কাপ মোটেও ভালো কাটেনি। বিশ্বকাপে তরুণদের জন্য কি বার্তা থাকবে, এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘সব দায়িত্ব তো আমার একার না। সবার সব দায়িত্ব আছে।’

পরে বলেছেন, ‘আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই এভাবে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। ভারতের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য কি থাকবে? এমন প্রশ্নে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেছেন সাকিব, ‘আপনি মাঠে নামলে কি করতেন?’ উত্তরে জেতার চেষ্টা করতাম বলা হলে সাকিব বলেন, ‘আমরাও সেটাই করব।’

বিজ্ঞাপন

এশিয়া কাপের যাচ্ছে-তা পারফরম্যান্সের প্রভাব বিশ্বকাপে পড়তে পারে কিনা প্রশ্নে সাকিব বলেছেন, ‘পরতে পারে, আবার নাও পারে।’

প্রতিপক্ষ হিসেবে ভারতকে কেমন মনে করছেন, এই প্রশ্নেও সাকিবের উত্তর ছিল দৃষ্টিকটু, ‘এটা তো এখন বলতে পারব না। খেলার আগে কিভাবে বলব সহজ হবে নাকি কঠিন হবে। আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া  একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

সারাবাংলা/এসএইচএস

২০২৩ এশিয়া কাপ টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর