Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংস বড় হলো না মাহমুদউল্লাহর, সৌম্যর ব্যাটে রান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩১

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন, এমন আলোচনার মধ্যে দারুণ একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশ টাইগার্সের হয়ে এশিয়ান স্কোয়াডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার। তবে মাহমুদউল্লাহ না পারলেও দলে ফেরার আলোচনায় থাকা সৌম্য সরকার রান পেয়েছেন। রান পেয়েছেন শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নুরুল হাসান সোহান, মুমিনুল হকরাও।

বিজ্ঞাপন

অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে মাহমুদউল্লাহ। চলতি এশিয়া কাপসহ চার সিরিজে দলের বাইরে তিনি। এদিকে, মাহমুদউল্লাহর বদলে দলে যে তরুণরা খেলেছেন তারা খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে শোনা যাচ্ছে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন মাহমুদউল্লাহ। ওই সিরিজে ভালো করলে দরজা খুলতে পারে বিশ্বকাপ দলের।

কিন্তু নিউজিল্যান্ড সিরিজের আগ মুহূর্তে আজ ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারলেন না রিয়াদ। আলাদা অনুশীলন করতে থাকা রিয়াদ ম্যাচ খেলতে নেমেছিলেন অনেকদিন পর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এশিয়ান স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের ম্যাচ আয়োজন করা হয়। ওয়ানডে ম্যাচটা ছিল ৪৬ ওভারের। বাংলাদেশ টাইগার্সের হয়ে ৩৯ বল খেলে ২৬ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। চার মেরেছেন ২টি।

সৌম্য সরকার ৩৯ বল খেলে ৪০ রান করেছেন। রান পেয়েছেন শাহাদাত হোসেন দিপু, জাকির হাসানরাও। দুর্দান্ত ব্যাটিং করেছেন নুরুল হাসান সোহান।

প্রথমে ব্যাটিং করে ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছিল এশিয়ান গেমস স্কোয়াড। জাকির হাসান ৯৪ বলে ৮৪ ও শাহাদাত দিপু ৯০ বলে ৮৪ রান করেন। মোসাদ্দেক হোসেন সৈকত ১০ বলে ৫ রান করেছেন।

পরে জবাব দিতে নেমে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ টাইগার্স। শুরুতে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য সরকার। তিনে নেমে মুমিনুল হক ৭৬ বল খেলে করেছেন ৭৬ রান। শেষ দিকে রীতিমতো ঝড় তুলেছিলেন নুরুল হাসান সোহান। ৫টি চার, ৪টি ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন সোহান। লেগ স্পিনার রিশাদ হোসেনকে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর