Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তের গোলে পেরুকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৮

পেরুর লিমায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয় ম্যাচটি। এদিন যেন ব্রাজিলের ফরোয়ার্ডরা গোল করতেই ভুলে গিয়েছিলেন। তবে এতে জয় বঞ্চিত হতে হয়নি সেলেসাওদের। ম্যাচের ৯০তম মিনিটে এসে ডিফেন্ডার মার্কুইনোসের দারুণ এক হেডারে বল জালে জড়ায় ব্রাজিল। আর তাতেই ১-০ গোলের জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রইল ব্রাজিল।

বিজ্ঞাপন

পেরুর মাঠে ৯০তম মিনিটের গোলে জিতলেও এর আগে দুইবার বল জালে জড়িয়েছিল সেলেসাওরা। ম্যাচের ২৯তম মিনিটে ব্রুনো গুইমারেজের ক্রস থেকে রিচার্লিসন দারুণ এক হেডে বল জালে জড়িয়েছিলেন। তবে প্রায় পাঁচ মিনিট সেই গোলের ভিডিও ভিএআর দেখে বাতিল করেন রেফারি। কারণ হিসেবে জানান গোল করার সময় ইঞ্চিখানেক অফসাইডে ছিলেন রিচার্লিসন।

১৭তম মিনিটে আরও একবার বল জালে জড়িয়েছিল ব্রাজিল। ক্যাসেমিরোর দারুণ এক পাস পেয়ে যান রদ্রিগো। জায়গা করতে না পেরে সামনে পাস বাড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা। তার কাছ থেকে বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা। তবে এই গোলের বিল্ডআপের সময় অফসাইডে খেলোয়াড় থাকায় বাতিল করা গোলটি।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে যেন নিজেদের ছায়া হয়েই ছিলেন নেইমার, রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসনরা। তারকা সব ফরোয়ার্ড দিয়ে আক্রমণভাগ সাজালেও তাদের কেউই ভাঙতে পারেননি পেরুর রক্ষণভাগ। মাঝমাঠ থেকে দ্রুতলয়ের পাসে বল প্রতিপক্ষের বক্সে নিয়ে যাওয়ার সেই ধারাল ফুটবলও দেখা যায়নি ব্রাজিলের খেলায়।

দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। ৬৪তম মিনিটে রিচার্লিসনকে তুলে নিয়ে গ্যাব্রিয়েল জেসুসকে মাঠে নামান দিনিজ। তবে তাতেও বদলায়নি ম্যাচের ফলাফল। ৭২ মিনিটে রাফিনহার দূর থেকে নেওয়া শট রুখে দেন পেরু গোলরক্ষক। ৮৩ মিনিট পর্যন্তও পেরুর বক্সের ভেতর থেকে মাত্র একটি শট নিতে পেরেছে ব্রাজিল। ৪-৪-২ ফর্মেশনে পেরু কোচ হুয়ান রেইমোসো ডিফেন্ডারদের দারুণভাবে ব্যবহার করেছেন। বক্সের সামনে থেকে পাসের কলকাঠি নাড়তে পারেননি নেইমার।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত আর আটকে রাখতে পারেনি ব্রাজিলকে। নেইমারের ভেতরে ঢুকানো ভাসানো কর্নার থেকে আসা বল আকাশচুম্বী উচ্চতায় লাফিয়ে উঠে হেড করেন মার্কুইনোস। আর তাতেই লক্ষ্যভেদ। ৯০ মিনিট চেষ্টার পর সফলতা আসে ব্রাজিলের। এতেই ১-০ গোলের জয় নিশ্চিত হয় সেলেসাওদের। এ নিয়ে ২ ম্যাচই জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল ব্রাজিল। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া কলম্বিয়া চিলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। ইকুয়েডরের কাছে ২–১ গোলে হেরেছে উরুগুয়ে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে।

সারাবাংলা/এসএস

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব টপ নিউজ পেরু বনাম ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর