কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫০
দ্বিতীয়বার বাবা হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ সোমবার দুপুরে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক নিজেই জানিয়েছেন সুখবরটি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘আসালামুআলাইকুম, আলহামুদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান দিয়েছেন। মা ও শিশু পর্যবেক্ষণে আছে। সবাই দোয়া করবেন।’
জানা গেছে, রাজধানীর স্কয়ার হাসপাতালে আজ দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে মুশফিক-মন্ডির কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও কন্যা সুস্থ-স্বাভাবিক আছেন। মুশফিকের পাঁচ বছরের একটি ছেলে সন্তান আছে।
স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ থেকে তিন দিনের ছুটি নিয়ে দেশে ফিরেছেন মুশফিক। তবে এই জন্য কোনো ম্যাচ মিস করবেন না তিনি। শ্রীলংকার বিপক্ষে খেলে দেশে ফিরেছেন, দলের সঙ্গে যোগ দিবেন ভারতের বিপক্ষে ম্যাচের আগেই।
চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মুশফিক রান করেছেন যথাক্রমে- ১৩, ২৫, ৬৪ ও ২৯। ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া একই সঙ্গে খেলা দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস